রাস্তায় বসে বাঁশিতে ‘সন্দেশে আতে হ্যায়’ সুর তুললেন পুলিশকর্মী

নিজস্ব প্রতিবেদন : পুলিশ কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সময় নানান অভিযোগ তুলতে দেখা আমজনতাকে। তবে এই পুলিশকর্মীরাই আবার বিপদে আপদে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান। বিপদে-আপদে যেমন এই পুলিশকর্মীরা সাধারণ মানুষদের ত্রাতা হয়ে ওঠেন, ঠিক তেমনই আবার বিভিন্ন সময়ে তাদের নানান প্রতিভা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

পুলিশকর্মীদের ঝড় বৃষ্টি মাথায় নিয়ে নিজেদের কর্তব্যে অবিচল থাকতে দেখা যায়। ঠিক সেই রকমই কর্তব্যে অবিচল থাকা অবস্থায় রাস্তার মাঝে এক পুলিশকর্মীকে ‘সন্দেশে আতে হ্যায়’ গানে সুর তুলতে দেখা গেল বাঁশিতে। ওই পুলিশকর্মীর সেই মুহূর্ত ক্যামেরাবন্দী হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় আপলোড হলে ভাইরাল হয়।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে লক্ষ্য করা গিয়েছে, একজন পুলিশ কর্মী নিজের কাজের ফাঁকেই রাস্তায় একটি টুলের ওপর বসে রয়েছেন। আর সেখানেই অত্যন্ত মনোযোগের সঙ্গে ১৯৯৭ সালের সেই জনপ্রিয় সিনেমা বর্ডার-এর জনপ্রিয় গান ‘সন্দেশে আতে হ্যায়’ সুর তুলছেন বাঁশিতে। তার এই বাঁশির সুর শুনে সেখানে উপস্থিত অন্যান্য সহকর্মীরা তা উপভোগ করছেন।

ওই পুলিশকর্মীর বাঁশি বাজানো এবং তার সুর শুনে স্পষ্ট ওই পুলিশকর্মী বাঁশি বাজানোর ক্ষেত্রে বেশ পোক্ত। তার এই বাঁশি বাজানোর মুহূর্ত অন্যান্য সহকর্মীরা উপভোগ করার পাশাপাশি কেউ তা ক্যামেরাবন্দী করেন, কেউ আবার তা মোবাইলের মাধ্যমে রেকর্ডিং করেন। পাশাপাশি ওই পুলিশকর্মীকে উৎসাহিত করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা লক্ষ্য করা যায় তার সহকর্মীদের থেকে।

তবে ওই পুলিশকর্মীর নাম এবং ঠিকানা ভাইরাল হওয়া ভিডিওতে উল্লেখ না থাকায় তা জানা যায়নি। যদিও প্রাথমিকভাবে জানা যাচ্ছে এই ভিডিওটি মুম্বইয়ের পশ্চিম ওয়াডলায় রেকর্ডিং করা হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ার দর্শকরা যারা এই ভিডিওটি দেখেছেন তাঁরা প্রত্যেকেই ওই পুলিশকর্মীর এমন প্রতিভার প্রশংসা করেছেন।