নিজস্ব প্রতিবেদন : মাস কয়েক ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন নদ নদী অথবা সমুদ্র তীরবর্তী এলাকা থেকে উদ্ধার হচ্ছে বিভিন্ন ধরনের মাছ। বিভিন্ন ধরনের এই মাছ নিয়ে চর্চার শেষ নেই। কারণ এই সকল মাছগুলি লক্ষ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে। আবার কোন কোন মাছ দেখতে এমন যে ভিড় জমছে সাধারণ মানুষদের।
ঠিক সেই রকমই এবার সুন্দরবনে এমন একটি মাছ মৎস্যজীবীদের জালে পড়ল যে সেটি দেখে অনেকেই পাখি মনে করতে পারেন। কিন্তু তা মোটেই পাখি নয়, সেটি একটি বিরল প্রজাতির মাছ। বিরল প্রজাতির এই মাছ উদ্ধার হওয়ার পরই এলাকার বাসিন্দাদের মধ্যে উৎসাহ দেখা যায় মাছটিকে দেখার জন্য।
বিরল প্রজাতির ওই মাছটি উদ্ধার হয়েছে সুন্দরবনের রায়মঙ্গল নদী থেকে। বসিরহাটের হিঙ্গলগঞ্জের রায়মঙ্গল নদীতে বিরল প্রজাতির ওই মাছটি মৎস্যজীবীদের জালে ধরা পড়ার পরই রীতিমতো মৎস্যজীবীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। কারণ এই ধরনের মাছ আগে কখনো দেখেননি তারা। এছাড়াও জানা যাচ্ছে ভারতীয় জলবায়ুতে এই ধরনের মাছ সাধারণত দেখা যায় না।
আজব যে মাছটি ধরা পড়েছে সেই মাছটি দেখতে অনেকটা জাপানিজ পাফার ফিশের মতো। এই মাছটির বিজ্ঞানসম্মত নাম সম্পর্কে জানা যাচ্ছে টেট্রাওডোন্টিডায়ী। মাছটি দূর থেকে দেখলে একেবারে পাখির মতোই দেখাবে। এর আকৃতি অনেকটা পেঁচার মতো এবং রং এর ক্ষেত্রেও পেঁচার গায়ের রংয়ের সঙ্গে অনেক মিল রয়েছে। এছাড়াও গায়ে পাখির পালকের মতো কাঁটা কাঁটা ওঠে রয়েছে।
স্থানীয় অনুপ মন্ডল নামে এক মৎস্যজীবীর জালে এই মাছটি ধরা পড়ে। তারপর সেটিকে আমবেরিয়া মাছ বাজারে আনা হয়। সেখানেও বহু মানুষের ভিড় জমে এবং এক মৎস্য প্রেমী সেই মাছটিকে অ্যাকোরিয়ামে রাখার জন্য কিনে নেন।