দেশ আগে, জীবন পরে, নিজের হাতে ল্যান্ডমাইন সরাচ্ছেন যুবক

নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে ইউক্রেনে রাশিয়া সেনা হানা দেওয়ার পর থেকেই তছনছ হতে লক্ষ্য করা যাচ্ছে সুন্দর এই দেশটিকে। তবে ওই দেশের রাষ্ট্রনেতা থেকে সেনা এবং সাধারণ মানুষের মনোবল এখনো পর্যন্ত রাশিয়ার সামনে বড় পাঁচিল হয়ে দাঁড়িয়ে রয়েছে।

এই দুই দেশের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্বের প্রায় অধিকাংশ মানুষ ইউক্রেনের পাশেই দাঁড়াচ্ছেন। কারণ এতদিনে স্পষ্ট হয়ে গিয়েছে এই দুই দেশের লড়াই অসম লড়াই। ইউক্রেনের তুলনায় রাশিয়া সামরিক থেকে অর্থনৈতিক সবদিক দিয়েই কয়েকগুণ বেশি শক্তিশালী। তবে তার পরেও ইউক্রেনবাসীরা যে ভাবে নিজেদের মনোবল ধরে রেখেছেন তাতেই বিশ্বের মানুষ আপ্লুত।

যুদ্ধ বেঁধে যাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ইউক্রেন বাসীদের নানান কীর্তিকলাপ ভাইরাল হচ্ছে। তারা কিভাবে রুশ সেনাদের আটকানোর চেষ্টা চালাচ্ছেন সেই সকল ছোট ছোট ভিডিও সোশ্যাল মিডিয়ার নাগরিকদের মন জয় করছে। ঠিক তেমনই আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে লক্ষ্য করা গেল, যাতে দেখা যাচ্ছে, এক যুবক নিজের জীবনকে বাজি রেখে রাস্তায় থাকার ল্যান্ডমাইন সরাচ্ছেন।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ওই যুবক রাস্তায় থাকা একটি ল্যান্ডমাইন নিজের হাতে তুলে দূরে জঙ্গলের নিরাপদ জায়গায় রেখে আসছেন। এই কাজ কতটা ঝুঁকিপূর্ণ তা টের না পাওয়ার কিছু নেই। আবার ওই যুবকের এমন ঝুঁকিপূর্ণ কাজের স্টাইলও অবাক করা। কারণ তিনি যখন এই কাজটি করছেন তখন তার মুখে রয়েছে জ্বলন্ত সিগারেট।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করা হয়েছে ‘নিউ ভয়েস অফ ইউক্রেন’ থেকে। ভিডিওটি শেয়ার করার পাশাপাশি লেখা হয়েছে, “বার্দিয়ানস্কের একজন ইউক্রেনীয় রাস্তায় একটি মাইন দেখতে পান। বোম ডিসপোজাল ইউনিটের জন্য অপেক্ষা করেননি যুবক। জীবনের ঝুঁকি নিয়ে ইউক্রেনীয় সামরিক বাহিনীর জন্য পথ পরিষ্কার করে দেন তিনি। সরিয়ে দেন মাইনটিকে।”