নিজস্ব প্রতিবেদন : গণপরিবহনের মেরুদন্ড হিসেবে ভারতীয় রেল (Indian Railways) ভারতীয় নাগরিকদের প্রতিনিয়ত পরিষেবা দিয়ে আসছে। শুধু পরিষেবা দেওয়া নয় পাশাপাশি স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তার দায়িত্ব নিয়ে প্রতিনিয়ত কাজ করছে রেল। ভারতীয় রেলের এই সকল প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে তারা প্রতিনিয়ত নানান কাজ করে চলেছে। সেই সকল কাজের ফল হিসাবে মিলেছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)।
আগামী এক বছরের মধ্যে দেশের কোনায় কোনায় বন্দে ভারত এক্সপ্রেস ছড়িয়ে দেওয়ার জন্য কেন্দ্র সরকার এবং ভারতীয় রেল অক্লান্ত পরিশ্রম করছে। ইতিমধ্যেই একের পর এক রুটে চালু হচ্ছে দেশীয় প্রযুক্তির বিলাসবহুল এই ট্রেনটি। দেশের বিভিন্ন প্রান্তের মানুষেরা যখন বন্দে ভারতের জন্য মুখিয়ে রয়েছেন সেই সময় উল্টো ছবি দেখা গেল দেশের এক রুটে। যেখানে বন্দে ভারত চালু করার পরও তা বন্ধ করে দেওয়ার ঘোষণা করলো রেল।
যেখানে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ তাদের রুটে বন্দে ভারত এক্সপ্রেস পেতে চাইছেন সেই জায়গায় এইভাবে একটি রুট থেকে বন্দে ভারত তুলে নেওয়া কপাল খারাপ ছাড়া আর কিছু নয়। যে রুট থেকে বন্দে ভারত তুলে নেওয়ার কথা জানানো হয়েছে সেই রুটটি হল বিলাসপুর-নাগপুর রুট। কিন্তু কেন এই রুট থেকে রেল বন্দে ভারত এক্সপ্রেস তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল?
ভারতীয় রেল সূত্রে যা জানা যাচ্ছে তা হল, এই রুটটিতে প্রায় পাঁচ মাস আগে বন্দে ভারত চালু করা হয়। কিন্তু চাহিদার তুলনায় যাত্রী সংখ্যা একেবারেই নগণ্য। এমন পরিস্থিতিতে বন্দে ভারত চালানোর খরচ রেলের কাছে উঠছে না। এসবের পরিপ্রেক্ষিতেই রবিবার ভারতীয় রেল এই রুট থেকে বন্দে ভারত তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই রুটে তেজস এক্সপ্রেস চলবে বলে জানানো হয়েছে।
বিলাসপুর থেকে নাগপুর রুটে যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি চলাচল করত সেটিকে সেখান থেকে নিয়ে যাওয়া হবে তিরুপতি সেকেন্দ্রাবাদ রুটে। গত বছর ১১ ডিসেম্বর নাগপুর বিলাসপুর রুটে বন্দে ভারতের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এই রুটে যাত্রী সংখ্যা ৫০ শতাংশের কম রয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে ১১ মে এমন বিজ্ঞপ্তি জারি করে রেল।