লোকাল ট্রেনের বদলে এই রুটে ছুটবে বন্দে ভারত! দাঁড়াবে এই সকল স্টেশনে

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) গণপরিবহনের মেরুদন্ড আর এই গণপরিবহনের মেরুদন্ড হওয়ার কারণে রেলের উপর সবচেয়ে বেশি ভরসা সাধারণ মানুষদের। সাধারণ মানুষদের এমন চাহিদার দিকে তাকিয়ে রেলের তরফ থেকেও প্রতিনিয়ত নানান পরিবর্তন আনা হয় এবং সেই সকল পরিবর্তন আনা হয় মূলত যাত্রীদের স্বাচ্ছন্দ ও নিরাপত্তার কথা মাথায় রেখে।

রেল যাত্রীদের স্বাচ্ছন্দ এবং নিরাপত্তার কথা মাথায় রেখে ভারতীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে বন্দে ভারত (Vande Bharat)। ইতিমধ্যেই দেশে ১৮ টি বন্দে ভারত চালু করা হয়েছে রেলের তরফ থেকে। আগামী দিনে ৭৫ টি বন্দে ভারত চালু হবে বলে জানা যাচ্ছে। এই সকল বন্দে ভারতের মধ্যে বেশ কিছু ট্রেন ১৬টি এবং বেশ কিছু ট্রেন ৮টি কামরা নিয়ে দৌড়াচ্ছে। এরই মধ্যে আরও একটি বড় খবর মিলল আর তা হল লোকাল ট্রেনের (Local Train) পরিবর্তে চলবে বন্দে ভারত।

সূত্র মারফৎ যা জানা যাচ্ছে তাতে লোকাল ট্রেনের পরিবর্তে বন্দে ভারত ছুটবে শিয়ালদা থেকে লালগোলা পর্যন্ত। ট্রেনটি মাঝে স্টপেজ দেবে নৈহাটি জংশন, কল্যাণী, রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুর কোর্ট, মুর্শিদাবাদ স্টেশনে। এই ট্রেনের সম্ভাব্য সময়সূচী সম্পর্কে যা জানা গিয়েছে তাতে সকাল ৯:১০ মিনিটে ট্রেনটি শিয়ালদহ থেকে ছাড়বে। ফেরার পথে দুপুর ৩:৫০ মিনিটে লালগোলা থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে ট্রেনটি।

জানা যাচ্ছে, ট্রেনটি বুধবার বাদে সপ্তাহের প্রতিদিন যাতায়াত করবে। শিয়ালদা থেকে লালগোলা স্টেশনের দূরত্ব হলো ২৩০.৯৮ কিলোমিটার। এই পথ পাড়ি দিতে ট্রেনটি সময় নেবে ৪ ঘন্টা ২৫ মিনিট। শিয়ালদা থেকে লালগোলা পর্যন্ত রাস্তা পাড়ি দেওয়ার ক্ষেত্রে ট্রেনটির গড় গতিবেগ হবে ঘন্টায় ৫২.৩০ কিলোমিটার।

ভারতীয় রেলের তরফ থেকে কেবলমাত্র কম দূরত্বের এই রুটটিতে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি আরও বেশ কয়েকটি কোন দূরত্বের রুটে বন্দে ভারত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সকল রুটগুলি হল হাওড়া থেকে আজিমগঞ্জ এবং হাওড়া থেকে ভাগলপুর। তবে এগুলি সবই প্রস্তাব। রেলের তরফ থেকে এই বিষয়ে কোনো রকম বিবৃতি পেশ করা হয়নি।