মটন কেন নেই বিরিয়ানিতে? রেগে লাল অতিথিরা! পাকিস্তানের বিয়েবাড়িতে যা-তা কাণ্ড!

নিজস্ব প্রতিবেদন : বিয়ে বাড়ি থেকে শুরু করে যে কোন অনুষ্ঠান বাড়ি মানেই হচ্ছে আনন্দ হই-হুল্লোড়ের জায়গা। বিশেষ করে বিয়ে বাড়ির ক্ষেত্রে এই আনন্দ যেন কয়েক গুণ বেশি হয়ে দাঁড়ায়। অধিকাংশ বিয়ে বাড়িতেই নিজেদের সাধ্যমত এলাহি আয়োজন করতে দেখা যায়। যাতে করে নিমন্ত্রিত অতিথিরা কোনরকম ভাবে অসম্মানিত না হন তার জন্য আয়োজনে কোনরকম খামতি রাখতে চান না আয়োজকরা। তবে এসবের মধ্যেই পাকিস্তানের (Pakistan) একটি বিয়ে বাড়িতে ঘটে গেল আজব ঘটনা।

পাকিস্তানের একটি বিয়ে বাড়ির ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে। যে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিয়ে বাড়িতে আগত নিমন্ত্রিত অতিথিদের মধ্যে বিরাট হৈ-হট্টগোল। প্রথমে তর্ক-বিতর্ক, আর তারপর সেই তর্ক-বিতর্ক একেবারে পৌঁছে যায় হাতাহাতিতে। তর্ক বিতর্ক হাতাহাতিতে পৌঁছে যেতেই রীতিমতো চেয়ার তুলে নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেন বিয়ে বাড়িতে উপস্থিতরা।

সোশ্যাল মিডিয়ায় ‘ঘর কে কালেস’ নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে। ভিডিওটি ৬ মিনিট ৩৭ সেকেন্ডের। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও আপলোড হওয়ার পরই তা রীতিমতো ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা গিয়েছে, প্রথমদিকে বেশ ভালোভাবেই অতিথিরা নিজেদের চেয়ারে বসে খাওয়া-দাওয়া করছিলেন। কিন্তু খাওয়া দাওয়া করতে করতেই মাঝে তৈরি হয় এমন বিপত্তি।

খাওয়া-দাওয়া করার সময় হঠাৎ দেখা যায় একজন সাদা শার্ট পরা ব্যক্তি খেতে বসা অতিথিদের কাছে আসেন। তারপর তার মাথায় থাকা টুপিটি থাপ্পড় মেরে ফেলে দেন। তখনই ওই ব্যক্তির পাশে থাকা আর একজন অতিথি ওই সাদা শার্ট পরা ব্যক্তিকে আক্রমণ করেন। ব্যাস এরপরেই দুপক্ষের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি। চর, থাপ্পর, ঘুঁষি কত কি-ই না চলতে থাকে। বিয়ে বাড়ির সাজানো গোছানো সব জিনিসপত্র অগোছালো হয়ে যায়।

কিন্তু প্রশ্ন হল কেন হঠাৎ করে অতিথিদের খাওয়ানো দাওয়ানোর সময় এমন কান্ড বাঁধলো? ঠিক কি কারণে এমন ঘটনা বেঁধেছে তা সম্পর্কে সঠিকভাবে কোন উত্তর পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, এটি পাকিস্তানের ভিডিও এবং বিয়ে বাড়িতে আগত অতিথিরা বিরিয়ানির সঙ্গে মটন না পাওয়ার কারণেই এমন ঝামেলায় জড়িয়ে পড়েন। যদিও এমনটা সঠিক নয় বলেও অনেকে দাবি করছেন। তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে, এই ঘটনার পিছনে অন্য কোন কারণ থাকতে পারে।