তীব্র গরমে অসুস্থ বৃদ্ধাকে পিঠে চাপিয়ে ৫ কিমি মরুভূমি পার মহিলা পুলিশের

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গরম কি হারে পড়েছে তা আশা করি হাড়ে হাড়ে টের পাচ্ছেন দেশের মানুষ। সমভূমি এলাকাতেই তাপমাত্রার পারদ অসহ্য হয়ে দাঁড়িয়েছে, সেই জায়গায় মরু অঞ্চলে এই পারদ কোন জায়গায় ঠেকবে তা উপলব্ধি করায় যায়। আর এই মরু অঞ্চলেই সম্প্রতি এক মহিলা পুলিশ কর্মী যে মানবিকতার নজির দিয়েছেন তা কুর্নিশ জানানোর।

Advertisements

এমনিতে পুলিশ কর্মীদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তাদের বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে নানান ধরনের অভিযোগ বছরের বিভিন্ন সময় উঠতে লক্ষ্য করা যায়। তবে এই সকল অভিযোগের মাঝেও এমন কিছু পুলিশ কর্মী রয়েছেন যারা মানবিকতা এবং কর্তব্য পালনের ঊর্ধ্বে যান না। ঠিক সেই রকমই একজন পুলিশ কর্মী হলেন বর্ষা পারমার।

Advertisements

বর্ষা পারমার তরতাজা এক তরুণী। যিনি সদ্য পুলিশের চাকরি পেয়েছেন। সদ্য চাকরি পাওয়া এই তরুণী সম্প্রতি মরুভূমির মাঝে অসুস্থ হয়ে পড়া এক বৃদ্ধাকে পিঠে তুলে ৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রাণ বাঁচিয়েছেন। তার এই কর্তব্য পরায়ণ দেখে হইচই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হয়েছে সেই ভিডিও।

Advertisements

এমন ঘটনাটি ঘটেছে গুজরাটের কচ্ছে। সেখানে মরুভূমিতে চলছে তীব্র দাবদাহ। এরইমধ্যে রামকথা অনুষ্ঠিত হচ্ছিল এলাকার ঢোলাভিরা গ্রামের ভঞ্জদা দাদার মন্দিরে। সেই রামকথা শুনতে যাচ্ছিলেন ৮৬ বছর বয়সী এক বৃদ্ধা। বর্ষা সেই সময় ওই মন্দিরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এমন সময় তিনি শুনতে পান মরুভূমি পার করতে গিয়ে দুজন অসুস্থ হয়ে পড়েছেন। সেই কথা শুনে তৎক্ষণাৎ তিনি ঘটনাস্থলে পৌঁছান।

২৭ বছর বয়সী ওই মহিলা পুলিশ কর্মী বর্ষা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান একজন অচৈতন্য অবস্থায় রয়েছেন এবং আরেকজন কিছুটা হলেও সুস্থ বোধ করছেন। সেইসময় ঐ বৃদ্ধার চোখে মুখে জল দিয়ে তাকে কিছুটা স্বাভাবিক করে পিঠে তুলে নেন এবং তারপর একটানা ৫ কিলোমিটার মরুভূমির রোদে হেঁটে নিরাপদ জায়গায় পৌঁছে দেন। বর্ষার এহেন কর্তব্য পালন দেখে খুশি হয়েছেন খোদ গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী। তাকে নিয়ে টুইট করার পাশাপাশি পুরস্কারের জন্য বিবেচনা করা হচ্ছে বলেও জানা যাচ্ছে।

Advertisements