Friendship with bird: পাখির সঙ্গে মানুষের বন্ধুত্ব, এই খুনসুটির ভিডিও দেখলে মন জুড়িয়ে যায়

Antara Nag

Published on:

Advertisements

পাখির সাথে মানুষের বন্ধুত্বের (friendship with bird) এক বিরল গল্প কিছু দিন আগেই ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে। মাঠে কুড়িয়ে পাওয়া আহত সারসকে সেবা শুশ্রষা করে সারিয়ে তুলেছিলেন উত্তরপ্রদেশের বছর পঁয়ত্রিশের যুবক মহম্মদ আরিফ খান (Arif Khan)। তাঁদের বন্ধুত্বের কথা সকলের জানা। এবার আরও এক মানুষ-পাখির ব্যতিক্রমী বন্ধুত্বের (friendship with bird) গল্প সামনে এসেছে। উত্তর প্রদেশের মৌ অঞ্চলের বারাইপার মালিক গ্রামের বাসিন্দা রামসামুজ যাদব (Ramsanuj yadav) মাঠে কাজ করার সময় ক্ষুধার্ত এক সারস পাখিকে খেতে দেন।

Advertisements

উত্তরপ্রদেশের (Uttarpradesh) মাউয়ের বাসিন্দা রামসামুজ। আর তাঁর বন্ধু পাখি একটি সারস। লাল মাথা লম্বা ঠোঁটের পাখিটির সঙ্গে দিনের অনেকটা সময় কাটান রামসামুজ। চাষের ক্ষেতে পাশাপাশি ঘুরে বেড়ান দু’জনে। রাম সামুজ জানিয়েছেন, সারসটিকে এক বার একটি খামারে দেখতে পেয়ে খেতে দিয়েছিলেন তিনি।

Advertisements

তার পর থেকেই সেটি তাঁর কাছে আসতে শুরু করে। এখন সারসটির সঙ্গে বন্ধুত্বই (Friendship with bird) হয়ে গিয়েছে রামসামুজের। তবে বন্ধুকে তিনি নিজের বাড়িতে বন্দি করে রাখেননি। সারসটি গোটা গ্রামেই ইচ্ছামতো ঘুরে বেড়ায়। তবে রামসামুজকে দেখলেই এগিয়ে আসে।

Advertisements

রামসামুজ জানান, প্রথম কয়েকদিন পাখিটিকে খাওয়ানোর পর পাখিটি তাঁর কাছে মাঝে মাঝেই আসত। এই আসা-যাওয়ার মধ্যে দিয়েই অচিরেই তাদের বন্ধন আরও গভীর হয়। আরিফের মত রামসামুজ যাদবও সারসটির সঙ্গে খান, তাকে নিজের হাতে খাওয়ান।

সম্প্রতি এই বন্ধুত্বের একটি ভিডিও সামনে এসেছে। ভিডিওটিতে দেখা যায়, রামসামুজের সঙ্গে খেলছে সারস পাখিটি। বেশ স্বাচ্ছন্দ্যেই আছে। কখনও তাঁর দিকে দুই পাখা মেলে এগিয়ে যাচ্ছেন। কখনও বা তাঁর পিছনে দৌড়চ্ছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, উত্তর প্রদেশে একটি সারস এবং রামসামুজ যাদবের মধ্যে হৃদয়গ্রাহী বন্ধুত্ব (Friendship with bird)।

Advertisements