নিজস্ব প্রতিবেদন : রবিবার সকাল থেকে কাজে বেরিয়ে নির্ধারিত সময়ে বাড়ি ফেরেন নি। এমনকি গভীর রাতেও তার কোন পাত্তা মেলেনি। আর এইভাবে রবিবার দিনরাত কেটে যাওয়ার পর সোমবার সকালে রহস্যজনকভাবে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় পরিবারের লোকজন ওই যুবকের বন্ধুদের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন।
ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজার থানার অন্তর্গত সুলতানপুর গ্রামে। ওই গ্রামের যুবক শ্রীকান্ত বাগদির (২৪) রক্তাক্ত মৃতদেহ সোমবার উদ্ধার হয় হিঙ্গলপুর গ্রামের রাস্তায়। ঘটনার পর এলাকার বাসিন্দারা দীর্ঘক্ষণের জন্য মাখরা বোলপুর রাস্তা অবরোধ করে রাখেন। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে পুলিশকে দীর্ঘক্ষণ মৃতদেহ তুলতে দেওয়া হয়নি। পরিস্থিতি বেগতিক বুঝে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয় এলাকায়।
পরিবারের সদস্যরা মনে করছেন, লাঠির আঘাতে খুন করা হয়েছে। তাদের আরও দাবি, ‘মৃত ওই যুবকের সাথে যে সকল বন্ধুরা ছিলেন তারা সব ফেরার।’ পাশাপাশি পরিবারের তরফ থেকে এটাও দাবি করা হয়েছে, ‘কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না শ্রীকান্ত।’ ব্যক্তিগত আক্রোশ থেকে এমনটা ঘটানো হয়েছে বলে মনে করছেন তারা।
আর এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় দীর্ঘক্ষণ পথ অবরোধ চলার পর পুলিশ গ্রামবাসীদের সাথে কথা বলে তাদের শান্ত করেন এবং আশ্বাস দেন সঠিক তদন্ত করে দোষীদের পর্যাপ্ত শাস্তি দেওয়া হবে। যাওয়ার পরেই গ্রামবাসীরা পুলিশকে মৃতদেহ উঠাতে দেন। পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। পাশাপাশি এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইলামবাজার থানার পুলিশের তরফ থেকে তড়িঘড়ি তদন্ত শুরু করা হয়।