নিজস্ব প্রতিবেদন : নাপিত এক যুবকের সেই ভাবে দোকান না চলার কারণে রয়েছে আর্থিক অস্বচ্ছলতা। আর্থিক এমন অস্বচ্ছলতার কারণে বাড়িতে বউয়ের সঙ্গে হামেশাই খুঁটিনাটি লেগেই থাকতো। এমনকি নিজের জন্য কেনা একটি বাইকের কিস্তির টাকা মেটানোর ক্ষেত্রেও হামেশাই অশান্তি লেগে থাকত বউয়ের সঙ্গে। তবে ওই নাপিতই এবার হলেন কোটিপতি (Crorepati)।
গত রবিবার ওই নাপিত আচমকা কোটিপতি হয়ে ওঠেন। তিনি বউয়ের রাগ ভাঙাতে গিয়ে বাজারে গিয়েছিলেন মাংস কেনার জন্য। আর মাংস কিনতে গিয়েই তার ঘরে এলো লক্ষ্মী। গত রবিবার সাত সকালে বউয়ের সঙ্গে খিটখিট লাগার পর তিনি কার্যত রাগে রাগে বাজারে গিয়েছিলাম মাংস কেনার জন্য। আর সেসময় এক কিলো মুরগির মাংস কিনে বাড়ি ফেরার সময় তিনি ৩০ টাকার লটারির টিকিট কাটেন। আর তাতেই ভাগ্য ফিরে যায় তার (Lottery 1st prize)।
এমন ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার অন্তর্গত ধুপগুড়ির দামবাড়ি এলাকায়। ওই এলাকার বাসিন্দা নিবাস চন্দ্রশিলের সঙ্গে এমনটা হয়েছে। রবিবার সকালবেলায় লটারির টিকিট কেনার পর কয়েক ঘন্টার মধ্যেই তার কাছে খবর আসে তিনি প্রথম পুরস্কার পেয়েছেন। এর কিছুক্ষণের মধ্যেই সেই খবর এলাকায় চাউর হয়ে যায়। আর তারপরেই দেখে কে! কয়েক ঘন্টায় কোটিপতি হওয়া যুবককে দেখতে রীতিমতো ভিড় জমে এলাকায়।
মাত্র দেড় ঘণ্টার মধ্যে কোটিপতি হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে জানানো হয়েছে, ওই যুবক খুবই শান্তশিষ্ট একজন যুবক। নাপিতের কাজ করে তার সংসার চলে। সেই ভাবে আর্থিক দিক দিয়ে সচ্ছল না হওয়ার কারণে মাঝে মাঝেই বউয়ের সঙ্গে ঝগড়া হয় ঠিকই তবে নিবাসের মতো নিপাট ভদ্র যুবক এলাকায় মেলা ভার। মনে হয় এবার তার দিকে ভগবান মুখ তুলে তাকিয়েছেন।
লটারিতে কোটি টাকা জেতার পর নিবাস জানিয়েছেন, তিনি এই প্রথম লটারির টিকিট কেটেছেন এমন নয়। মাঝে মাঝে সুযোগ পেলেই তিনি লটারির টিকিট কাটেন। আর এবার ভগবান তার দিকে মুখ তুলে তাকিয়েছেন। অন্যদিকে স্বামী মাত্র ৩০ টাকার টিকিট কেটে কোটিপতি হয়েছে শুনেই খুশিতে গদগদ নিবাসের স্ত্রী। তার মুখে এখন হাসি লুকিয়ে থাকে কোথায়!