দু’দিন না খেয়ে পাহাড়ের খাঁজে আটকে যুবক, উদ্ধার করল ভারতীয় সেনা

নিজস্ব প্রতিবেদন : বিপদে পড়লেই ভারতীয় সেনাদের ত্রাতা হয়ে সম্মুখ সমরে নামতে লক্ষ্য করা যায়। সে বিপর্যয় হোক অথবা দেশ রক্ষা। ঠিক তেমনই এই ভারতীয় সেনা এবার এক যুবককে উদ্ধার করল, যিনি দু’দিন ধরে পাহাড়ের খাঁজে আটকে ছিলেন। পাহাড়ের খাঁজে আটকে পড়া ওই যুবকের কাছে ছিল না কোন রকম খাবার অথবা শীতবস্ত্র।

ওই যুবক গত সোমবার থেকে কেরলের পালাক্কাড়ের মালামপুঝার একটি পাহাড়ের দুর্গম খাঁজে আটকে ছিলেন। বহু চেষ্টার পর অবশেষে বুধবার তাকে ভারতীয় সেনা উদ্ধার করতে সক্ষম হয়। পাহাড়ের খাঁজে আটকে থাকা ওই যুবক হলেন আর বাবু। পাহাড়ে চড়তে গিয়েই তিনি এমন বিপত্তির সম্মুখীন হন।

জানা যাচ্ছে, কেরলের বাসিন্দা ওই যুবক দুই বন্ধুর সঙ্গে তিন দিন আগে মালামপুঝার চেরাদ পাহাড়ে উঠছিলেন। কিন্তু মাঝপথে হাল ছাড়েন তার বন্ধুরা। এরপর বাবু একা পাহাড়ে ওঠার চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু হঠাৎ পা পিছলে যাওয়ার কারণে নিচের দিকে পড়ে যাচ্ছিলেন। নির্ঘাত মৃত্যু থেকে তিনি রক্ষা পান ভাগ্যের জোরে। পাহাড়ের একটি কাজে তিনি আটকে পড়েন। তারপর গত সোমবার থেকেই তিনি ওই পাহাড়ের খাঁজে আটকে ছিলেন।

এরপর ওই যুবককে উদ্ধার করার জন্য রাজ্য সরকার ভারতীয় সেনার সাহায্য নেয়। ভারতীয় সেনা এই উদ্ধার কাজে নেমে হেলিকপ্টার এবং পর্বতারোহীদের সাহায্য নিয়ে বুধবার সকালে ওই যুবককে উদ্ধার করতে সক্ষম হয়। এই উদ্ধারকার্য চলানোর সময় তদারকির কাজ করেন খোঁজ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

অবধারিত মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার পর ওই যুবক হাসিমুখে ভারতীয় সেনার জয়ধ্বনী দিয়েছেন। তাকে ভারতীয় সেনার জয়ধ্বনী দেওয়ার পাশাপাশি ‘ভারত মাতা কি জয়’ জয়ধ্বনি দিতেও লক্ষ্য করা যায়। ভারতীয় সেনার তরফ থেকে জানানো হয়েছে, এমন ঘটনাই নিচে পড়ে যাওয়াটাই স্বাভাবিক। তবে ওই যুবক ভাগ্যের জোরে খাঁজে আটকে গিয়ে ছিলেন। আমাদের আধিকারিকরা পাহাড় থেকে ২৫০ ফুট নিচে নেমে দড়ি দিয়ে ওই যুবককে।