নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন নানান ধরনের ভিডিও ভাইরাল হতে দেখা যায়। এই সকল ভাইরাল হওয়া ভিডিওর মধ্যে বেশ কিছু ভিডিও রয়েছে যেগুলি বিভিন্ন ধরনের স্টান্ট ভিডিও। সেগুলি দেখে অনেকে বেশ মজা পান, আবার এগুলির অনুকরণ করতে গিয়ে অনেকেই দুর্ঘটনা সম্মুখীন হন।
ভারতের মতো দেশে প্রতি বছর পাঁচ লক্ষের বেশি পথ দুর্ঘটনা ঘটে থাকে। এই সকল পথ দুর্ঘটনায় ১.৫ লক্ষের বেশি মানুষ প্রাণ হারান এবং লক্ষ লক্ষ মানুষ আহত হন। এই ধরনের দুর্ঘটনা রুখে পথ নিরাপত্তা বৃদ্ধি করার জন্য কেন্দ্রের তরফ থেকে মোটর ভেহিকেল আইনে সংশোধনী আনা হয়েছে। সেই সংশোধনী আইনে নিয়ম ভঙ্গকারীদের জরিমানার পরিমাণ কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে।
এই মুহূর্তে যখন পথ নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে সেই সময় দুর্গ পুলিশের তরফ থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে দেখা যায়। যে ভিডিওটি দেখিয়েছে মানুষের বেআক্কালে কাণ্ডকারখানা। ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক স্টান্ট দেখাচ্ছেন মোটরবাইকে। স্টান্ট দেখানোর জন্য তিনি কোন রকম হেলমেট পরেন নি।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ওই যুবক মোটর বাইকের একপাশে বসে একহাতে মোটরবাইক চালাচ্ছেন। তার এই স্টান্ট অনেকের কাছেই আশ্চর্য লেগেছে। তবে এরপর যে ঘটনা ঘটেছে তা যেমন ওই যুবক ভুলতে পারবেন না সেই রকমই ভুলতে পারবেন না সোশ্যাল মিডিয়ার দর্শকরা। এর পাশাপাশি পরবর্তী ঘটনায় সোশ্যাল মিডিয়ার দর্শকদের হেসে গড়াগড়ি দেওয়ার মতো অবস্থা।
▪️स्टंटबाज, मोडिफाइड साइलेंसर, रैश ड्राइविंग करने वालों के विरुद्ध लगातार दुर्ग पुलिस के द्वारा कार्यवाही की जा रही है।
▪️ कृपया यातायात के नियमों का पालन करें।
▪️यातायात पुलिस व्हाट्सएप हेल्पलाइन नंबर 94791-92029।@SadakSuraksha#trafficpolicedurg #Durgpolice pic.twitter.com/5KBTs0ED2R
— Durg Police (@PoliceDurg) September 24, 2022
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ভিড় রাস্তায় কোনরকম তোয়াক্কা না করেই ওই যুবক এইভাবে গাড়ি চালিয়ে যাওয়ার পর তাকে পুলিশ ধরে ফেলে। তারপর শুরু হয় তার সাজা। আর্থিক জরিমানা হিসেবে তাকে দিতে হয় ৪২০০ টাকা। আর এর থেকেও বড় বিষয় হলো ক্ষমাপ্রার্থী হিসেবে তাকে থানায় প্রকাশ্যে কান ধরে উঠবস করতে হয়।