গ্রাম্য এলাকার Post Office-এও চলছে Aadhaar সংশোধন ও নাম তোলার কাজ

লাল্টু : সুপ্রিম কোর্টের রায়ে আধার কার্ডের প্রয়োজনীয়তায় বেশ কিছু ক্ষেত্রে লাগাম দেওয়া হলেও, বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় আধার কার্ড যে অত্যাবশ্যক তা অনস্বীকার্য। সামাজিক প্রকল্পের সুবিধা পেতে, ব্যাঙ্কের কাজকর্মের ক্ষেত্রে, প্যান কার্ডের ক্ষেত্রে আধার এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে গণ্য হয়।

কিন্তু এতো প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ নথিপত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাই অনেকেরই নাম, ঠিকানা অথবা অন্যান্য তথ্যে ত্রুটি রয়েছে। আর এই ভুল সংশোধনের ক্ষেত্রে অনেকেই মনে করেন ব্যাপক হয়রানি। বর্তমানে আধার কার্ডের ভুল সংশোধনের জন্য দৌঁড়াতে হয় ব্যাঙ্কের দরজায়। শুধু দৌঁড়ানোয় নয়, সেখানে নাম লিখিয়ে, দাঁড়িয়ে থেকে বহু সময় নষ্টের পর সংশোধন করা হয়। আর এতেই তিতিবিরক্ত সাধারণ মানুষ। আর সাধারণ মানুষের এই হয়রানির কথা মাথায় রেখেই এবার থেকে গ্রামাঞ্চলের ও ছোট ছোট শহরের পোস্ট অফিসগুলিতেও আধার সম্পর্কিত কাজকর্ম শুরু হল।

বীরভূমের সিউড়ি শহরের মূল পোস্ট অফিস সূত্রে জানা গিয়েছে, “বীরভূমের প্রত্যন্ত এলাকার ৪৪ টি পোস্ট অফিসে ইতিমধ্যেই আধার সংশোধন ও নতুন করে আধারে নাম তোলার কাজ শুরু হয়েছে। আগামী দিনে জেলার অন্যান্য পোস্ট অফিসগুলিতেও আধার সম্পর্কিত নানান কাজ শুরু হবে।” এছাড়াও জানা গিয়েছে, ঠিক একইভাবে রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও প্রত্যন্ত এলাকার পোস্ট অফিসগুলিতেও শুরু হয়েছে আধার সম্পর্কিত কাজ।

আর এই আধার সম্পর্কিত কাজ পোস্ট অফিসে শুরু হওয়ার সাথে সাথেই দুবরাজপুর পোস্ট অফিসে আজ সকাল থেকে হাজার হাজার মানুষের লাইন পড়ে। হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে তাদের নাম লেখান নতুন করে আধার করার জন্য অথবা সংশোধনের জন্য। আর এই হাজার হাজার মানুষের ভিড় সামলাতে দুবরাজপুর পোস্ট অফিসের তরফ থেকে আজ পোস্ট অফিসের সমস্ত রকম লেনদেন বন্ধ রাখা হয় নিরাপত্তার খাতিরে।

আধার সম্পর্কিত কাজ সম্পর্কে দুবরাজপুর পোস্ট অফিসের পোস্ট মাস্টার নীলমাধব ব্যানার্জি জানান, “নতুন আধার করা অথবা সংশোধন করার জন্য আজ আমরা গ্রাহকদের নাম তালিকাভুক্ত করলাম। এরপর তাদের ক্রমিক অনুযায়ী ডেট দেওয়া হবে আধারের কাজের জন্য। প্রতিদিন ১০ টা করে আধারের কাজ করা হবে আর সেই কাজ হবে সকাল ১০ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত। আজ নাম তালিকাভুক্ত করার জন্য পোস্ট অফিসের আর্থিক লেনদেন আমরা বন্ধ রেখেছিলাম।”