কত আসন পাবে তৃণমূল, মমতার দাবি ২২১-এর বেশি, আর অভিষেকের!

নিজস্ব প্রতিবেদন : দিন দুয়েক আগেই সর্বভারতীয় একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, “আমি ১১০% আত্মবিশ্বাসী। ২২১-এর কম আসন পাবো না।” আর এবার আসন সংখ্যা নিয়ে মুখ খুলতেই দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও।

শনিবার দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে ঢোলাহাটের জনসভায় যোগ দেন তৃণমূল যুব সভাপতি ‌ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই জনসভা থেকেই বিজেপির কেন্দ্রীয় নেতাদের আক্রমণ করার পাশাপাশি সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া একাধিক বিজেপি নেতাদের আক্রমণ করতে দেখা গেল তাকে। এদিন তার কটাক্ষের হাত থেকে রক্ষা পাননি শোভন চ্যাটার্জি থেকে রাজীব ব্যানার্জি। কটাক্ষের হাত থেকে রক্ষা পাননি সদ্য তৃণমূল রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া দীনেশ ত্রিবেদীও।

পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে বলেন, “৫ ফুট ২ ইঞ্চির একজন মহিলার বিরুদ্ধে কেন্দ্রের তাবড় তাবড় নেতাদের নামাতে হচ্ছে। ওরা নাকি ডবল ইঞ্জিন সরকার গড়বে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ইঞ্জিনের সঙ্গে মোকাবিলা করতে গিয়ে মাঠে ৫০০ ইঞ্জিন নামাতে হচ্ছে বিজেপিকে।”

আর এই সকল কটাক্ষ এবং আক্রমণের সাথে সাথেই তিনি দৃঢ় প্রত্যয়ের সাথে জানিয়ে দেন, “আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল ২৫০-এর বেশি আসনে জিতবে। দক্ষিণ ২৪ পরগনায় আমরা ৩১ এ ৩১ করবো। তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন।”

[aaroporuntag]
অন্যদিকে বিজেপি প্রথম থেকেই দাবি করে আসছে আসন্ন বিধানসভা নির্বাচনে তারা বাংলায় দু’শোর বেশি আসন পাবে। যে কারণে তৃণমূল এবং বিজেপি এই দুই পক্ষের দাবি দাওয়াই দিন দিন রোমাঞ্চকর হচ্ছে বঙ্গ রাজনীতি। আর দুই পক্ষের এই দাবি দাওয়া কতটা বাস্তবায়িত হয় তাই এখন দেখার জন্য মুখিয়ে বসে আছেন রাজ্যের বাসিন্দারা।