New Rule about Train Arrival: ট্রেন ছাড়ার নিয়মে পুরো বদল আনল রেল! এবার আর থাকবে না কোনো অভিযোগ

About Train Arrival Indian Railways has introduced new rule for the convenience of passengers: সদ্য উৎসবের মরশুম শেষ হয়েছে ভারতে প্রথমে হলো বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো, তারপর হলো দেওয়ালি বা দীপাবলি। সম্প্রতি ছটপুজোর ভিড় সামলানো একেবারেই অসম্ভব হয়ে পড়েছিল ভারতের পক্ষে। এই উৎসবের সময়ে কেমন অবস্থার সম্মুখীন হয়েছে ভারতীয় রেল? নয়া কোন চমক এনেছে জনসাধারণের জন্য (New Rule about Train Arrival)? আজকের প্রতিবেদনে জানুন বিস্তারিত।

সম্প্রতি কিছু ঘটনা সতর্ক করে দিয়েছে রেলকে। যেমন, সুরাট স্টেশনে পদপিষ্টের ঘটনা এবং বুধবার তিনটি ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটার পর সব জোনকে সতর্ক করল ভারতীয় রেল বোর্ড। এছাড়া রেল বোর্ড জিএমদের পথে নেমে তদারকির পাশাপাশি সুরক্ষা ব‌্যবস্থা খতিয়ে দেখার কড়া নির্দেশ দিল (New Rule about Train Arrival)।

এই কড়া নির্দেশের পর থেকে পূর্ব রেলের জিএম অমরপ্রকাশ দ্বিবেদী বৃহস্পতিবার হাওড়া, শিয়ালদহ ও কলকাতা স্টেশন রেল আধিকারিকদের নিয়ে ঘুরে দেখেন। একমাত্র যাত্রীদের জন্যই নতুন নিয়ম আনলো রেল। অতিরিক্ত চাপ সৃষ্টি হলে অর্থাৎ ভিড়ে যাত্রীরা যাতে ট্রেনে সহজেই চড়তে পারেন তার জন্য উপযুক্ত সময় প্রদান করতে এক ঘণ্টা আগে থেকেই কারশেড থেকে প্ল‌্যাটফর্মে এনে ট্রেন দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে (New Rule about Train Arrival)।

ভারতীয় রেল এর পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে (New Rule about Train Arrival), কারশড থেকে ট্রেন স্টেশনে আসার পনেরো মিনিটের মধ্যে প্রত্যেক কোচে আলো ও পাখা চালু করতে হবে। ট্রেনগুলিতে যে অতিরিক্ত ভিড় হয় সেই চাপ কমানোর জন্য সাধারণ শ্রেণির কোচ কমিয়ে এসি কোচ বাড়ানো হবে রেলের আধিকারিকদের একাংশ এমনটাই মনে করছে।

ছটপুজোর সময় ট্রেনগুলিতে এমনিতেই ভিড় বাড়ে তাই হাওড়া-পাটনা ও হাওড়া-গয়ার মাঝে বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা করছে রেল। যাত্রীদের জন্য আরো সুখবর হলো, পানীয় জল, শৌচালয়, খাবারের কোনওরকম অভাব থাকবে না তারদিকে বিশেষ লক্ষ‌্য রাখার দরকার নির্দেশ দিয়েছে রেল। এককভাবে যাত্রা করা মহিলা, বয়স্ক ও শিশুদের উপর নজর রাখার সঙ্গে অপরাধী এড়িয়ে চলার জন‌্য যাত্রীদের সতর্ক করে চলেছে আরপিএফের বিশেষ প্রচার শাখা। পাশাপাশি অ‌্যাড্রেস সিস্টেমে যাতে স্পষ্টভাবে ঘোষণা হয় সেদিকে লক্ষ‌্য রখার নির্দেশও দেওয়া হয়েছে।