Heatwave AC Helmet: চাঁদিফাটা গরমেও ঠাণ্ডা ঠাকবে মাথা! ট্রাফিক পুলিশদের মাথায় নয়া হেলমেট

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এখন তীব্র তাপপ্রবাহ (Heatwave) শুরু হয়েছে প্রায় এক সপ্তাহ ধরে। এই পরিস্থিতিতে এখন সাধারণ মানুষদের বাড়ি থেকে বের হওয়া দায় হয়ে পড়েছে। তবে শুধু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে নয়, একইভাবে তাপমাত্রার পারদ দেশের অধিকাংশ রাজ্যেই বৃদ্ধি পেতে শুরু করেছে।

Advertisements

রোদ, গরম, বৃষ্টি, শীত এই সকল পরিস্থিতিতে সাধারণ মানুষদের কষ্ট কম হলেও ট্রাফিক পুলিশদের কষ্ট কিন্তু দুর্বিসহ। কেননা যতই গরম পড়ুক না কেন, যতই রোদ বাড়ুক না কেন, যতই বৃষ্টি হোক না কেন, তাদের নিজেদের কর্তব্যে অবিচল থেকে কাজ করে যেতে হয়। এমন পরিস্থিতিতে যাতে কিছুটা হলেও স্বস্তি মেলে তার জন্য এই গরমে এবার ট্রাফিক পুলিশদের এসি হেলমেট (AC Helmet) দেওয়া হলো।

Advertisements

যে এসি হেলমেট দেওয়া হয়েছে সেই এসি হেলমেটে রয়েছে বেশ কিছু বৈশিষ্ট্য। এই এসি হেলমেট তৈরি করেছেন ভাদোদরা আইআইটির পড়ুয়ারা। যে এসি হেলমেট ট্রাফিক পুলিশদের মাথায় তুলে দেওয়া হচ্ছে সেই সকল এসি হেলমেটে রয়েছে একটি করে ব্যাটারি। যে ব্যাটারি হেলমেটের মধ্যে থাকা যন্ত্র চালাতে সাহায্য করবে। যে যন্ত্র ওই হেলমেট পরিধানকারীর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। শীততাপ নিয়ন্ত্রিত ওই হেলমেট মাথা ঠান্ডা রাখার পাশাপাশি ধুলো ধোঁয়া থেকেও রক্ষা করবে।

Advertisements

আরও পড়ুন ? Rainfall Forecast South Bengal: অতীত হবে তাপপ্রবাহ! অবশেষে স্বস্তির খবর দক্ষিণবঙ্গে, এই দিন থেকে ঝেঁপে আসবে বৃষ্টি

ট্রাফিক পুলিশদের এমন এসি হেলমেট দেওয়া হয়েছে গুজরাটের ভাদোদরা সিটি ট্রাফিক বিভাগের তরফ থেকে। সাড়ে ৪০০ পুলিশ কর্মীর হাতে এমন এসি হেলমেট তুলে দেওয়া হয়েছে। এই এসি হেলমেটের ফলে এখন কর্তব্যরত ট্রাফিক পুলিশরা অনেকটাই উপকৃত হবেন। তারা মাথা ঠান্ডা রেখে ট্রাফিক ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ ব্যবস্থা সামাল দিতে পারবেন।

পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মতো অবস্থা না হলেও গুজরাটের ভাদোদাড়ায় গত বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এখানেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এবং তাপমাত্রা ৪২ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। এর পাশাপাশি এখানকার গরম খুব শুষ্ক এবং আর্দ্র না হওয়ার কারণে দীর্ঘক্ষণ তাপপ্রবাহের সময় রোদে দাঁড়িয়ে থাকা অত্যন্ত বিপদজনক। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে ট্রাফিক পুলিশদের জন্য এমন উদ্যোগ প্রশংসা কেড়ে নিয়েছে।

Advertisements