Rainfall Forecast South Bengal: অতীত হবে তাপপ্রবাহ! অবশেষে স্বস্তির খবর দক্ষিণবঙ্গে, এই দিন থেকে ঝেঁপে আসবে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদন : তীব্র দাবদাহ, তাপপ্রবাহ, লু ইত্যাদির কারণে এখন দক্ষিণবঙ্গের পরিস্থিতি যা হয়ে দাঁড়িয়েছে তাতে সাধারণ মানুষের টেকা দায় হয়ে পড়েছে। দুপুর বেলা তো দূরের কথা, রাতেও অসহ্য গরমে নাজেহাল অবস্থা। মাথার উপর ফ্যান চললেও যেন মনে হচ্ছে পাশে কেউ আগুন জ্বালিয়ে রেখেছে। তবে এই পরিস্থিতি থেকে খুব তাড়াতাড়ি মুক্তি মিলবে বলেই স্বস্তির খবর পাওয়া গেল হাওয়া অফিসের (IMD) তরফ থেকে।

বৈশাখ মাসের শুরু থেকেই দক্ষিণবঙ্গে তরতরিয়ে তাপমাত্রার পারদ বাড়তে দেখা যাচ্ছে। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় পৌঁছে গিয়েছে ৪১° তে। উত্তরবঙ্গের সমতলের কিছু কিছু জেলায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৩৫ ডিগ্রির কাছাকাছি। স্বাভাবিকভাবেই স্বস্তি নেই। তবে এসবের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস (Rainfall Forecast South Bengal) মিলল হাওয়া অফিসের তরফে।

তীব্র তাপপ্রবাহের মধ্যে বৃষ্টি নিয়ে এমন স্বস্তির খবর মিলেছে মূলত দুটি ঘূর্ণাবর্তের অবস্থানের কারণে। দুটি ঘূর্ণাবর্তের মধ্যে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর-পূর্ব বিহার ও সিকিমের মধ্যে এবং আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে অসমের উপর। এর প্রভাবে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। আর উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টি নামবে।

আরও পড়ুন 👉 Viral Video: ডাঙ্গায় ওঠা যন্ত্রণায় কাতর মাছের জন্য যা করল সারস! ভিডিও দেখলে মন জুড়িয়ে যাবে

তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি নামতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। দক্ষিণবঙ্গের বৃষ্টি নামার জন্য অপেক্ষা করতে হবে মোটামুটি ২২ এপ্রিল পর্যন্ত। হাওয়া অফিসের যা পূর্বাভাস তাতে ২২ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত বৃষ্টি হতে পারে। যদিও সেই বৃষ্টির পরিমাণ খুব বেশি থাকবে না। তবে এই বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনবে দক্ষিণবঙ্গে বলেই আশা করা হচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ফলে তাপমাত্রার পারদে কিছুটা হলেও কমতি দেখা যাবে বলেই আশা করা হচ্ছে।

২২ এপ্রিল সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ২৩ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার উপকূলবর্তী এই ৪ জেলা ছাড়াও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ এপ্রিল অর্থাৎ বুধবার উপকূলবর্তী জেলাগুলি ছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে। মোটের উপর ২২ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই কোথাও না কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।