Viral Video: ডাঙ্গায় ওঠা যন্ত্রণায় কাতর মাছের জন্য যা করল সারস! ভিডিও দেখলে মন জুড়িয়ে যাবে

The video of Kindness feat of Saras for fish in the pain of rioting has gone viral: সারস পাখি মাছ খায়। সাধারণত, সারস পাখিকে মাছ শিকার করতেই দেখা যায় সর্বত্র। সারসের মাছ শিকার করার অভিনব পদ্ধতি রীতিমতো আকর্ষণীয়। কিন্তু সম্প্রতি এক সারসকে দেখা গেল স্বভাব বিরুদ্ধ আচরণ করতে। যা দেখে হতবাক নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া এক ভিডিওতে (Viral Video) ঘটতে দেখা গেল উলট পুরান। সারস পাখি আর মাছের এমন অবাক করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় সারা ফেলে দিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় পশু পাখির একাধিক ভিডিও দেখতে পাওয়া যায়। এখন তো বিভিন্ন গৃহপালিত পশুর দৈনন্দিন জীবনযাপনও ব্লগ আকারে দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। পশু পাখিদের স্বাভাবিক জীবন যাপনের ভিডিও দেখে বেশ উপভোগই করেন নেটিজেনরা। কিন্তু কিছু সময় কিছু পশুপাখিকে স্বভাব বিরুদ্ধ আচরণ করতেও দেখা যায়। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা দেখে হতবাক নেটিজেনরা।

এতদিন ধরে সারস পাখিকে মাছ শিকার করতে দেখেছি আমরা। কিন্তু, সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেল একটি মাছকে প্রাণে বাঁচিয়ে দিল একটি সারস পাখি। মূল ভিডিওতে দেখা যাচ্ছে একটি মাছ মাটিতে পড়ে প্রাণে বাঁচার জন্য ছটফট করছে। জলের অভাবে তার প্রাণ ওষ্ঠাগত প্রায়। প্রথমে একটি কাক এসে তাকে বাঁচানোর চেষ্টা করে। তাকে ঠোঁটে নিয়ে অনেকবার সরানোর চেষ্টা করে কিন্তু পুরোপুরি সফলতা পায় না। মাছটি তখনও বাঁচার জন্য ছটফট করতে থাকে। ঠিক সেই মুহূর্তে সেখানে এসে উপস্থিত হয় একটি সারস পাখি। সারস পাখিটি সেখানে এসে যদি মাছটিকে স্বীকার করত তাহলে হয়তো ঘটনাটা এতটা আকর্ষণীয় হত না, ভিডিওটাও এত ভাইরাল (Viral Video) হতো না। ভিডিওতে সারস পাখিটিকে দেখা যায় মাছটিকে ঠোঁটে চেপে ধরে গভীর জলে ছেড়ে দিতে। মাছটি নিশ্চিত মৃত্যুর মুখ থেকে প্রাণ ফিরে পায়। সারস পাখির এই উদারতা নজরে পড়ার মতোই।

আরও পড়ুন 👉 Rohit Sharma’s Viral Video: ক্যাচ ধরতে গিয়ে খুলে গেল প্যান্ট! লজ্জায় লাল রোহিত শর্মা

১২ ই মার্চ ২০২৪ এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় মাধ্যম এক্সে পোস্ট করা হয়। পোস্ট করার সাথে সাথেই ভিডিওটি (Viral Video) ব্যাপকভাবে ভাইরাল হয়। বর্তমানে এই ভিডিওতে ভিউজ রয়েছে ৩ লাখেরও বেশি, লাইক পড়েছে ৬০০০ এবং ১০০০ এর বেশি জন এই ভিডিওটি কে শেয়ার করেছেন নিজেদের প্রোফাইলে। এছাড়াও ভিডিওটি বহু মানুষ নিজেদের ফোনে সেভ করে রেখেছেন ভিডিওতে কমেন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫।

ভিডিও নিয়ে বেশ কিছু মানুষ নিজেদের মতামত প্রকাশ করেছেন। একজন বলেছেন, সারস পাখির খাদ্য মাছ। আর সেই মাছকেই সে প্রাণে বাঁচিয়ে দিয়েছে খাদ্যের প্রয়োজন না থাকায়। সারস পাখি বোধ হয় নিজের মানবিকতার মধ্যে দিয়ে মানুষের মুখে চড় বসিয়ে দিয়েছে। একজন বলেছেন মানবিকতার এর যে ভালো উদাহরণ আর হতেই পারে না। অন্য আরেক জন লিখেছেন পশু পাখিও মানুষকে সভ্যতা, ভদ্রতা, মানবিকতার শিক্ষা দিচ্ছে। মানুষের মধ্যে যে মানবিকতা নেই বর্তমানে পশুপাখি সেই মানবিকতার নিদর্শন হয়ে দাঁড়িয়েছে। ভাইরাল ভিডিওটি (Viral Video উপভোগ করার পাশাপাশি ভিডিওটি থেকে কিছু নীতি শিক্ষাও নেওয়া উচিত মানুষের।