Chanakya Niti: পথের ভিখারি হতে না চাইলে কখনোই করবেন না এই ৫ কাজ! সতর্ক করেছেন চাণক্য

Prosun Kanti Das

Published on:

According to Chanakya Niti, if you do these 5 things, you will become a beggar on the way: প্রাচীন ভারতের অন্যতম আচার্য চাণক্য (Chanakya Niti) সবসময় মানুষকে জীবনে সঠিক পথে চলার পরামর্শ দিয়ে গেছেন। জীবনে যদি সাফল্যের শীর্ষে পৌঁছাতে চান তাহলে অবশ্যই তার দেখানো পথ অনুসরণ করুন। মানবজীবনের উপকারী পরামর্শ দিতে পারে প্রাচীন ভারতের এই প্রখ্যাত সর্বশাস্ত্রজ্ঞ। অত্যন্ত বাস্তবজ্ঞান সম্পন্ন চাণক্য ভালোভাবেই জানে কিভাবে রাজাকে ফকির বানানো যায় আর ফকিরকে রাজা বানানো যায়। নিজের নীতিশাস্ত্র গ্রন্থে চাণক্য এমন কিছু পরামর্শ দিয়ে গিয়েছেন, যা আজও প্রত্যেকটা মানুষের জীবনে কাজে লাগে।

মানুষের কর্মই তার জীবনের ভালো সময় কিংবা খারাপ সময়ের জন্য দায়ী। জীবনে সবথেকে বড় ভুল হলো ভালো সময়ে মানুষ নিজের অর্থ বা ক্ষমতার দম্ভ করে যা কখনোই করা উচিত নয়। তেমনি যত খারাপ সময় আসুক না কেন ধৈর্য্য হারানো উচিত নয়। চাণক্যনীতি (Chanakya Niti) অনুসারে যেসব ব্যক্তি খারাপ সময় আসলেও ভেঙে পড়েন না, তাদের জীবনে খারাপ সময় সহজেই কেটে যায় এবং আবার ভালো সময় আসে।

চাণক্য নীতি (Chanakya Niti) অনুসারে যদি আপনি নিজের কাজে সততা বজায় রাখেন তাহলেই সফল হওয়া সম্ভব। আপনি যদি সততা বজায় রেখে যেকোনো কাজ পরিশ্রমের সঙ্গে করেন তাহলে মা লক্ষ্মী আপনার উপর একদিন ঠিক সদয় হবে। জীবনে খারাপ সময় আসলে অনেকেই নিজের মাথা ঠিক রাখতে পারে না এবং খারাপ পথ অবলম্বন করে। কিন্তু সংকটের সময়ে কখনোই সততা ত্যাগ করা উচিত নয়, আপনি অবশ্যই একদিন ধন উপার্জন করতে পারেন।

মানুষের ব্যবহার তার সবথেকে বড় পরিচয়। কথাবার্তা ও ব্যবহারের জন্য আপনার জীবনের সফলতা এবং ব্যর্থতা নির্ভর করছে। তাই নিজের কথার উপর নিয়ন্ত্রণ রাখা একান্ত দরকার। কখনও কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। কোনো ব্যক্তির মানসিক, শারীরিক ও আর্থিক ক্ষতি করবেন না। চাণক্য নীতি অনুসারে (Chanakya Niti) যদি আপনার লক্ষ্য স্থির হয় তাহলে একদিন জীবনে সব বাধা দূর হয়ে যাবে এবং আপনি সফল হবেন।

যেসব ব্যক্তি নিজের দায়িত্ব সঠিক সময়ে পালন করে, তারা কখনোই জীবনে ব্যর্থতার মুখে পড়েন না। মা লক্ষ্মী সর্বদাই দায়িত্বশীল ব্যক্তির প্রতি তুষ্ট হন। তার উপর যদি সম্পদের দেবতা কুবেরের আশীর্বাদ চান তাহলে নিজের জীবনযাত্রায় সব সময় ডিসিপ্লিন বজায় রাখতে হবে।