উজ্জ্বল হলো বাংলার নাম, বিশ্বসেরা ‘Science City’-র তালিকায় কলকাতা ৯৯-এ

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নেচার ইনডেক্স ব়্যাঙ্কিং অনুযায়ী বিজ্ঞান শহর অর্থাৎ Science City-র বিশ্ব সেরার তালিকায় স্থান পেল কলকাতা। কলকাতা স্থান পেয়েছে প্রথম ১০০টি শহরের তালিকাতেই। আর এই তালিকা সামনে আসতেই উজ্জ্বল হলো বাংলার নাম। বাংলার নাম উজ্জ্বল হওয়ার সাথে সাথে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisements

Advertisements

বিশ্বের সেরা ১০০টি বিজ্ঞান শহরের তালিকায় ভারতের মধ্যে রয়েছে বেঙ্গালুরু এবং কলকাতা। প্রথম ১০০ শহরের মধ্যে কলকাতা স্থান পেয়েছে ৯৯ নম্বরে। যা অত্যন্ত গর্বের। এর আগে কলকাতার স্থান ছিল ১২১ নম্বরে। বিশ্বজুড়ে নেচার ইনডেক্স ব়্যাঙ্কিং অনুযায়ী সবার প্রথমে রয়েছে বেইজিন। তারপর নিউ ইয়র্ক, বোস্টন, সান ফ্রান্সিস্কো এবং সাংহাই এর মত শহরগুলি।

Advertisements

ভারতের মধ্যে প্রথম বেঙ্গালুরু। বিশ্ব তালিকায় তার স্থান হয়েছে ৯৭ নম্বরে। বিশ্ব তালিকায় ৯৯ নম্বরে স্থান পাওয়ার পাশাপাশি ভারতের মধ্যে দ্বিতীয় স্থান পেয়েছে কলকাতা। এরপরে ভারতের শহর হিসেবে রয়েছে মুম্বই। মুম্বই বিশ্ব তালিকায় রয়েছে ১৩২ নম্বরে। দিল্লির NCR-র ভারতের চতুর্থ শহর হিসেবে বিশ্ব তালিকায় স্থান পেয়েছে ১৬৩-তে। গতবার পুনে বিশ্ব তালিকায় ১৬৭ নম্বরে থাকলেও চলতি বছর তারা বিশ্ব তালিকায় ২০০-র মধ্যে স্থান করতে পারেনি।

কিভাবে হয় এই নেচার ইনডেক্স ব়্যাঙ্কিং?

এই নেচার ইনডেক্স ব়্যাঙ্কিং তৈরি করা হয় বিশ্বের ৫৮ জন নেচার বিশেষজ্ঞের মতে ৮২টি সেরা জার্নালের ফলাফলের ভিত্তিতে। আর এই ফলাফলের ভিত্তিতে কলকাতার নাম বিশ্ব তালিকায় ৯৯ নম্বরে উঠে আসার ফলে স্বভাবতই গর্বিত বাংলা। আর এই গর্ববোধের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা দিয়েছেন।

Advertisements