Weather News: আগে ডিসেম্বর মানে ছিল কনকনে শীত, গায়ে লেপ-কম্বল চাপিয়ে আগুন পোহানো। কিন্তু শীতের মানেটা যেন একটু একটু করে বদলে যাচ্ছে। তার কারণ ডিসেম্বর শেষ হতে চললেও শীতের স্পেল এখনো পর্যন্ত টানা ব্যাটিং করতে সব অক্ষম। হঠাৎই দুদিন ধরে তাপমাত্রা বেশ বৃদ্ধি পেয়েছে বলেই মনে হচ্ছে। আবহাওয়া খবর অনুযায়ী (Weather News), আজ ২৮শে ডিসেম্বর কলকাতার তাপমাত্রা হল ২২.৩৫° সেলসিয়াস৷ দিনের পূর্বাভাস সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ১৬.৯৭°সেলসিয়াস এবং ২৮.৯৬°সেলসিয়াস৷ আপেক্ষিক আর্দ্রতা ৪৮% এবং বাতাসের গতিবেগ ৪৮ কিমি/ঘন্টা।
আবহাওয়ার খবর (Weather News) কি বলছে? আবারো এই শীতের মধ্যে আভাস পাওয়া যাচ্ছে বৃষ্টিপাতের। আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। শনিবার এবং রবিবার যে সমস্ত জায়গায় সামান্য বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে, সেই জায়গা গুলি হল – মুর্শিদাবাদের কিছু অংশ, বীরভূম, বর্ধমান ইত্যাদি। দক্ষিণবঙ্গের বাকি জেলা গুলোতে বৃষ্টিপাত হবে না বলেই শোনা যাচ্ছে। সেই জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। কলকাতাতেও আপাতত ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।
আজ অর্থাৎ শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আকাশ কিন্তু মেঘলা থাকবে। বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় চার থেকে পাঁচ ডিগ্রি বেশি আছে বলেই জানা গিয়েছে আবহাওয়ার খবর থেকে। তবে খুব শীঘ্রই আবহাওয়ার পরিবর্তন আসতে চলেছে। নতুন বছরের শুরুতে স্বাভাবিকের থেকে তাপমাত্রা দু থেকে চার ডিগ্রির নামতে পারে বলে জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী।
আরও পড়ুন: মুর্শিদাবাদ-মালদহের পরে এবার টার্গেটে শিলিগুড়িও, ভারতীয় সেনাও প্রস্তুত
আজ এবং কাল দার্জিলিং এর ওপরের অংশ অর্থাৎ পার্বত্য এলাকার ওপরের অংশগুলিতে তুষারপাত হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এছাড়া কালিংপং এ হালকা বৃষ্টিসহ তুষারপাত হতে পারে। শুধুমাত্র কালিংপং নয় জলপাইগুড়ি, দার্জিলিং এই সমস্ত জায়গাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল এই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ছাড়াও উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, কোচবিহার এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার খবর (Weather News) বলছে, আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ২ ডিগ্রি বেশি। শুক্রবার বিকেল অবধি দিনের বেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। ১.৪ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ছিল ৩২ থেকে ৯৫%। আজ কলকাতার তাপমাত্রা ১৭ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে।