Nine years of PM: কর ছাড় থেকে ডিজিটাল ইন্ডিয়া! ৯ বছরে মোদি সরকার দিল এই সকল উপহার

Achievement by Modi government in last 9 years: ২০১৪ সালের ২৬ শে মে পঞ্চদশ প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন নরেন্দ্র দামোদরদাস মোদি। ৯ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী পদে মোদি সরকার (Nine years of PM)। এই পরিস্থিতিতে দেখে নেওয়া যাক দেশের জন্য এই নয় বছরে বর্তমান প্রধানমন্ত্রী কি কি নতুন পরিকল্পনা করেছিলেন এবং তা কতদূর বাস্তবায়িত করতে পেরেছেন। দেশের গরীব ও মধ্যবিত্তরা কতটা উপকৃত হয়েছে প্রধানমন্ত্রীর পরিকল্পনাগুলি থেকে। আসুন এক নজরে সেগুলি দেখে নেওয়া যাক।

কর ব্যবস্থায় এই নয় বছরে বিপুল পরিবর্তন এনেছেন বর্তমান সরকার (Nine years of PM)। ই ফাইলিং প্রক্রিয়া টি অনেক সহজ হয়ে গিয়েছে নতুন পোর্টাল চালু হওয়ার পরে। দ্রুত হয়েছে রিফান্ড প্রক্রিয়াও। বর্তমান সরকারের মতানুসারে ২০১৩-১৪ সালের ৩.৯১ কোটি থেকে বেড়ে ২০২২ ২৩ সালে ৭.৬০ কোটি পর্যন্ত বেড়েছে আয়কর রিটার্ন।

জীবনযাত্রা সচ্ছল করার পরিকল্পনায় বর্তমান সরকার নিম্ন ও মধ্যম আয়ের গোষ্ঠীর জন্য আবাসন প্রকল্প গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহর ও গ্রাম নির্বিশেষে বাড়ি তৈরি করে দেয়া হচ্ছে তাদের জন্য যারা এই যোজনার জন্য উপযুক্ত। আবেদনকারীরা সঠিক সময় যাতে বাড়ি পান তার জন্য RERA – র মাধ্যমে। ইন্টারনেট সংযোগ বৃদ্ধি করতে সক্ষম হয়েছেন মোদি সরকার।

গত নয় বছরে বর্তমান মোদি সরকার (Nine years of PM)পরিবহন ব্যবস্থাকে সুগম করার জন্য অনেক পরিকল্পনা করেছেন এবং তার বহুল অংশে বাস্তবায়িত করা সম্ভব হয়েছে। বিগত বহু বছরের বেহাল রাস্তা মেরামত হওয়ায় জীবনযাত্রাকে অনেক সচ্ছল হয়ে উঠেছে। রেল পরিবহনেও এসেছে বেশ কিছু অভিনব প্রকল্প। বন্দে ভারতের মতো দ্রুততম ট্রেন চালু করতে সক্ষম হয়েছে রেল দপ্তর। শুধু তার গতিবেগের জন্যই এই বন্দে ভারত সমাদৃত নয় এই ট্রেনের প্রতিটি অংশ তৈরি হয়েছে আমাদের দেশেই। দেশজুড়ে মেট্রো পরিসেবাকে আরো বিস্তর আকারে নিয়ে গেছে এই সরকার।

এই নয় বছরে ১৪২ টি সক্ষম বিমানবন্দর চালু রয়েছে যেখানে ২০১৪ সালে এটির সংখ্যা ছিল মাত্র ৭৪ টি।বিমান পরিষেবা আয়ত্তের মধ্যে আনার জন্য ভাড়া বেশ কিছুটা কমাতে সক্ষম হয়েছে। ২৪৩৫টি বৈদ্যুতিক বাস চালু করা সম্ভব হয়েছে। এহেন পরিকল্পনা গুলির জন্য যাতায়াত অনেক সুবিধাজনক ও সহজ হয়ে উঠেছে জনসাধারণের কাছে।

আয়ুষ্মান ভারতের আওতায় ৪০ শতাংশ ভারতীয় উপকৃত হয়েছেন বলে দাবি জানিয়েছে সরকার। ৯৩০৪ টি ঔষধ কেন্দ্র খুলে অতি কম মূল্যে জনসাধারণের হাতে প্রয়োজনীয় ওষুধ তুলে দিতে সক্ষম‌ হয়েছে সরকারের স্বাস্থ্য দপ্তর। প্রয়োজনীয়তা বুঝেই মাতৃত্বকালীন ছুটি ২৬ সপ্তাহ করা হয়েছে। শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন রকম প্রকল্প আনা হয়েছে। এতে আখেরি সুবিধা পাচ্ছেন ছাত্র-ছাত্রীরা। ৫৭০০ নতুন কলেজ তৈরি হয়েছে এই নয় বছরে। উক্ত পর্যালোচনা থেকে মোদি সরকারের প্রকল্প এবং তার বাস্তবায়ন রূপ।