এই কারণে বিজেপির ছাড়লেন শ্রাবন্তী, বাঁকা কথায় ভরলো সোশ্যাল মিডিয়া

নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনের আগে সকলকে চমক দিয়ে বিজেপিতে (BJP) যোগ দিয়েছিলেন টলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। শুধু যোগ দেওয়ায় নয়, পাশাপাশি বিধানসভা নির্বাচনে লড়াইয়ের জন্য টিকিটও হাসিল করেন। তবে বেহালা পশ্চিম থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূলের পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে জয় হাসিল করতে পারেননি।

বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজয়ের মুখ দেখার পর দলের সঙ্গে তার তৈরি হয় দূরত্ব। ভোটের পর তাকে রাজনৈতিকভাবে বিজেপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি বললেই চলে। এসবের পর অবশেষে তিনি বৃহস্পতিবার বিজেপি ছাড়ার ঘোষণা করলেন। নিজেই টুইট করে সেই ঘোষণা করেছেন। তবে তার এই ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

শ্রাবন্তী চ্যাটার্জী একসময় তৃণমূল ঘনিষ্ঠ ছিলেন। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ বিজেপিতে যোগ দেন। আর এবার বিজেপি ছাড়ার সময় তিনি বিজেপি ছাড়ার কারণও জানালেন। বিজেপি ছাড়ার কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, “বাংলার উন্নয়নের জন্য বিজেপি আন্তরিক নয়। বাংলার জন্য কাজ করার মনোভাবের অভাব রয়েছে তাদের।”

অন্যদিকে টুইটে অভিনেত্রী শ্রাবন্তীর বিজেপি ছাড়ার ঘোষণা করার পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানান ধরনের প্রতিক্রিয়া। তোলপাড় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিজেপি সমর্থকরা কটাক্ষ করে তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। কেউ আবার কটাক্ষ করে লিখেছেন, ‘সুসময়ে আবার আসবেন,আপনার জন্য একটা টিকিট রেডি থাকবে।’

অন্যদিকে আবার শ্রাবন্তী অনুরাগী এবং তৃণমূল সমর্থকরা শ্রাবন্তীর তরফ থেকে বিজেপি ছাড়ার কারণ হিসাবে যা দেখানো হয়েছে তাকে সমর্থন জানিয়ে শ্রাবন্তীর পাশে দাঁড়িয়েছেন। কেউ কেউ আবার প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, ‘কৈলাসের সঙ্গে কি ডিল হয়েছিল?’ কেউ আবার প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, ‘রাজ্যে ভোটে জিতে সরকার গঠন করে রাজ্য চালাচ্ছে তৃণমূল, আর উন্নয়ন করছে না বিজেপি?? বাহ্ বাহ্ বাহ্ ।কি আপনার উচ্চ বিচার। তবে ভুল টা আপনার নয়, ভুল টা বিজেপির। আপনি পর্দার নায়িকা, আপনাকে রাজনীতি করতে নামালে আপনি তো আপনার মতো করেই করবেন তাই না??’