Adani Group Investment: লম্বা লাফ আদানি গ্রূপের! এবার পাশের রাজ্যেই ৩৩৫০ কোটি টাকা বিনিয়োগ গৌতম আদানির

Adani Group has recently made a major investment in the neighboring state of Odisha: ভারতে বর্তমানে বন্দর ব্যবসায় একটাই নাম সামনে আসে তা হলো আদানি গ্রুপ (Adani Group Investment)। তারা নিজেদের আধিপত্য বিস্তার করেছে গোটা দেশে। বিশেষ করে এই বন্দর ব্যবসাতে জোর দিচ্ছে দেশের বৃহত্তম বাণিজ্যিক পোর্ট অপারেটর কোম্পানি আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড। ভারতের এই শক্তিশালী কোম্পানিটি সবথেকে বেশি জোর দিচ্ছে তাদের নতুন বন্দরের উপর কাজ করছে।

বিশ্ব তথা ভারতের অন্যতম জনপ্রিয় এই কোম্পানিটি বিগত এক বছর ধরে বেশ কয়েকটি বন্দর অধিগ্রহণের কাজ করেছে। সম্প্রতি আদানি গ্রুপের (Adani Group Investment) কোম্পানি আদানি পোর্টস আমাদেরই প্রতিবেশী রাজ্য ওড়িশার গোপালপুরে অবস্থিত শাপুরজি পালোনজি গ্রুপের গোপালপুর বন্দর অধিগ্রহণ করল। একটি রিপোর্টের মাধ্যমে জানা গেছে যে, ৩৩৫০ কোটি টাকায় বন্দরের এই চুক্তিটি সম্পন্ন করা হয়েছে। এই চুক্তি নিয়ে কয়েক মাস ধরেই জল্পনা চলছে জোরকদমে এবং অবশেষে তা সত্যি হল।

যারা শেয়ার মার্কেট নিয়ে চর্চা করেন তারা নিশ্চয়ই জানেন যে আদানি গ্রুপের (Adani Group Investment) কোম্পানি আদানি পোর্টসের শেয়ারের দাম আশ্চর্যজনকভাবে বৃদ্ধি পেয়েছে গত মঙ্গলবার। এর পেছনের মূল কারণ যে অধিগ্রহণের খবর চাউর এ বিষয়ে সন্দেহের কোন অবকাশ নেই। আদানি পোর্টের শেয়ার পৌঁছে গেছে এক বিশাল অঙ্কে। মাত্র কিছুক্ষণের মধ্যেই শেয়ারটি ১৩০৮ টাকায় পৌঁছেছে। বাজার খোলার পর সকাল ১০.১৫ টায় এই শেয়ার ১২৯৯ টাকায় ট্রেড করছিল। সাড়ে ১১ টার সময় এই স্টকটি ১৩০২ টাকায় পারফর্ম করেছে।

আরও পড়ুন 👉 Mukesh Ambani Gautam Adani: ব্যবসায়িক শত্রুতা অতীত! এবার মিলেমিশে একাকার, নতুন অধ্যায় শুরু করলেন আম্বানি-আদানি

এবার আদানি গ্রুপের (Adani Group Investment) সিদ্ধান্ত অনুসারে ওড়িশার গোপালপুর বন্দরকে বেছে নেওয়া হয়েছে। ভারতের পূর্ব উপকূলে অবস্থিত হওয়ার জন্য এই বন্দরটি আদানি গ্রুপের বিশেষ পছন্দের। পশ্চিম উপকূলে এরমধ্যেই কোম্পানিটি তার আধিপত্য বিস্তার করে ফেলেছে। সেই কারণে এবার বেছে নিয়েছে পূর্ব উপকূলের এই বন্দরটিকে। চুক্তির ফলে আদানির পূর্ব উপকূলে মোট ৬টি বহুমুখী বন্দর থাকবে। তবে, গোপালপুর বন্দর ওড়িশায় নির্মাণাধীন। তাই বন্দরটির উন্নয়নে অনেক সমস্যা দেখা দিতে পারে।

বর্তমানে এই বন্দরের কারণে ৫২ সপ্তাহে কোম্পানির স্টকটির সর্বোচ্চ দর হল ১৩৫৬.৫৫ টাকা এবং সর্বনিম্ন দর হল ৫৭১.৫৫ টাকা। অবাক করা ঘটনা হলো গত ছয় মাসে আদানির শেয়ারটি প্রায় ৫৮ শতাংশ রিটার্ন দিয়েছে। আর এক বছরে এটি বিনিয়োগকারীদের অর্থ দ্বিগুণেরও বেশি করেছে।