PEN Card: Aadhaar, PAN কার্ড অতীত! রাজ্যে এসে গেল নতুন কার্ড, মিলবে এই সকল সুবিধা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্যান কার্ড এমন একটি যা সম্পর্কে আমরা অধিকাংশরাই পরিচিত। আমরা প্রত্যেকেই জানি, এখন প্যান কার্ড ছাড়া বড় অংকের টাকার লেনদেন করা যায় না, প্যান কার্ড ছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করা গেলেও সবরকম সুবিধা পাওয়া যায় না, এছাড়াও প্যান কার্ড না থাকলে হয় না বহু গুরুত্বপূর্ণ এবং জরুরী কাজ। তবে এই প্যান কার্ড ছাড়াও এসে গেল আরও একটি নতুন কার্ড।

Advertisements

নতুন যে কার্ডের কথা বলা হচ্ছে সেই কার্ড ইতিমধ্যেই প্রদান করা শুরু হয়ে গিয়েছে। কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা এই কার্ড বিভিন্ন রাজ্যে প্রদান করার পাশাপাশি পশ্চিমবঙ্গেও প্রদান করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। এমনকি এই কার্ড আগামী দিনে অত্যন্ত জরুরী এক কার্ডে পরিণত তা নিয়ে কোন সন্দেহ নেই।

Advertisements

কেন্দ্র সরকারের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় নতুন এই কার্ডের বন্দোবস্ত করেছে। নতুন এই কার্ডের নাম হলো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় ছাত্র ছাত্রীদের জন্য PEN কার্ড বা Permanent Education Number। প্যান কার্ড অথবা আধার কার্ডের মত এই কার্ডেও একটি ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর থাকবে, যে নম্বরটি হবে ১১ ডিজিটের। আর এই কার্ড দেওয়া হবে পড়ুয়াদের। ইতিমধ্যেই এই ধরনের কার্ড দেওয়া শুরু হয়ে গিয়েছে। দেশের বিভিন্ন রাজ্যের পড়ুয়াদের পাশাপাশি পশ্চিমবঙ্গের পড়ুয়াদের অনেকেই এই ধরনের কার্ড পাচ্ছে।

Advertisements

আরও পড়ুন ? State Government Scolarship: মাধ্যমিক পাশেই মালামাল, রাজ্য সরকারের এই স্কলারশিপে অ্যাকাউন্টে ঢুকবে হাজার হাজার টাকা!

কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন যে কার্ড চালু করা হয়েছে, সেই কার্ড পড়ুয়াদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্ড হিসাবে পরিগণিত হবে। কেননা এই একটি কার্ড থাকলে যেকোনো প্রান্তের স্কুল, কলেজ অথবা অন্য কোন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে না। এমনকি আগামী দিনে এই কার্ড ছাড়া ভর্তি হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে বলেও জানা যাচ্ছে সূত্র মারফত।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে চালু করা এই কার্ড থাকলে এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে মাইগ্রেশন অর্থাৎ স্থানান্তরিত হওয়ার কাজ খুব সহজেই হবে। পাশাপাশি স্কলারশিপ, চাকরি এবং সরকারি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে এই কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আরও একটি বড় বিষয় হলো, ভুয়ো ডিগ্রী ধরার ক্ষেত্রে এই কার্ড আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Advertisements