মাথায় হাত বাংলাদেশিদের! দার্জিলিংয়ের পর এই জেলাতেও হোটেল বুকিংয়ে না!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২০২৩ সালে ক্রিকেট বিশ্বকাপের (Cricket World Cup 2023) চূড়ান্ত ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়। ভারতের এই পরাজয় ক্রিকেটপ্রেমীদের মন ভেঙে দেয়। কেননা প্রথম ১০টি ম্যাচে যেভাবে টিম ইন্ডিয়া নিজেদের পারফরম্যান্স দেখিয়েছিল, তাতে এই পরাজয় কেউই মেনে নিতে পারছেন না। তবে ভারতের এই পরাজয়ে রীতিমত আনন্দে মেতে উঠতে দেখা গিয়েছিল বাংলাদেশের (Bangladesh) কিছু উগ্র সমর্থকদের।

Advertisements

বাংলাদেশের ঐ সকল উগ্র মানুষেরা ভারতের এমন পরাজয়ের পর শুধু আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলেন এমন নয়। এর পাশাপাশি তারা সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শুরু করেন নানান ধরনের কু-কথা। শুরু হয় ভারত বিদ্বেষী মন্তব্য, ভারত বিদ্বেষী আচরণ। এইসব ভারত বিদ্বেষী মন্তব্য এবং আচরণ দেশের মানুষ সহ্য করবেন না এটাই স্বাভাবিক।

Advertisements

বাংলাদেশীদের এমন ভারত বিদ্বেষী মন্তব্য এবং আচরণের প্রতিবাদ জানিয়ে দিন কয়েক আগেই দার্জিলিংয়ের একটি হোটেল বাংলাদেশীদের বুকিং নেওয়া পুরোপুরিভাবে বন্ধ করে দেয়। তাদের তরফ থেকে অনির্দিষ্টকালের জন্য এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে। দার্জিলিং এর ওই হোটেলের এমন সিদ্ধান্তের রেস কাটতে না কাটতেই ফেল রায়গঞ্জে এমন সিদ্ধান্ত নিতে দেখা গেল। রায়গঞ্জেও বাংলাদেশিদের হোটেল বুকিং দেওয়া হবে না বলে জানানো হয়েছে।

Advertisements

দার্জিলিঙে একটি হোটেলের তরফ থেকে এমন সিদ্ধান্তের কথা জানানো হলেও এবার কিন্তু রায়গঞ্জে একাধিক হোটেলের তরফ থেকে এমন ঘোষণা করা হয়েছে। শনিবার উত্তর দিনাজপুরের এই এলাকার একাধিক হোটেল মালিকরা সিদ্ধান্ত নেন তারা আর বাংলাদেশীদের ঠাঁই দেবেন না। এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে হোটেলগুলির মালিকদের তরফ থেকে জানানো হয়েছে, বাংলাদেশীদের এমন আচরণ কোনভাবেই মেনে নেওয়া যায় না।

এর পাশাপাশি ওই সকল হোটেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পিছনে ভারতের অবদান তারা এখন ভুলে গিয়েছেন। কত কিছুর ক্ষেত্রে বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল। অথচ এসবের পরেও ভারত সম্পর্কে বাংলাদেশীদের এমন অভব্য আচরণ সহ্য করা যায় না। তাদের তরফ থেকে এমন ঘটনার জন্য যতদিন না ক্ষমা চাওয়া হবে ততদিন রায়গঞ্জের একাধিক হোটেলে তাদের বুকিং বন্ধ থাকবে। এমনকি এই সিদ্ধান্তের ফলে তাদের ব্যবসায় ক্ষতি হলেও কোন সমস্যা নেই।

Advertisements