Lok Sabha Polls 2024: ২৩৮ বার ভোটে দাঁড়িয়েও আসেনি জয়! তবুও হাল ছাড়ছেন না এই প্রার্থী

Prosun Kanti Das

Published on:

Advertisements

After defeating 238 times, he is again a candidate for Lok Sabha Polls 2024: সোশ্যাল মিডিয়া হল এমন একটি মাধ্যম যার দ্বারা বহু অদ্ভুত জিনিস আমাদের প্রতিনিয়ত সামনে আসে। দেশ বিদেশের বিভিন্ন ধরনের ঘটনা আমরা বাড়িতে বসেই দেখতে পারি এর দ্বারা। আজকের প্রতিবেদনে এমন একটি আশ্চর্যজনক বিষয় নিয়ে আলোচনা করা হবে, যা শুনলে আপনি অবাক না হয়ে পারবেন না। ২৩৮ বারের পরাজয়ের পর এর লোকসভায় দাঁড়াচ্ছেন কে পদ্মরাজন (Lok Sabha Polls 2024)।

Advertisements

কে পদ্মরাজন হলেন তামিলনাড়ুর বাসিন্দা, তার অদ্ভুত কান্ড দেখে সকলেরই প্রথমে মাথায় এসেছে সুকুমার রায়ের সৎ পাত্রের কথা। উনিশবারের চেষ্টা শেষে রণে ভঙ্গ দিয়েছিল যে। কে পদ্মরাজন কিন্তু কোনোভাবেই হাল ছেড়ে দিতে রাজি নয়। তিনি যতই ভোটে পরাজিত হন না কেন ফের নতুন উদ্যোগে ভোটে দাঁড়াতে তিনি সর্বদা প্রস্তুত। ফলে ২৩৮ বার ভোটে হারের পরেও আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Polls 2024) প্রার্থী হতে চলেছেন। তার এই অদ্ভুত কান্ড শুধু দেশের মানুষকে নয় গোটা বিশ্বকে অবাক করেছে।

Advertisements

পদ্মরাজনের গল্প আপনাকে সত্যিই অনুপ্রেরণা দেবে। তাকে বলা যেতে পারে ‘লাস্ট বেঞ্চের ফার্স্ট বয়’। অদ্ভুত কথা হলো সকলে জিতবার আশা নিয়ে ভোটে দাঁড়ান কিন্তু তিনি হারবেন জেনেও বারবার ভোটে দাঁড়ান। ২৩৮ বার পরাজিত হওয়ার পর তিনি ‘পৃথিবীর সবচেয়ে বড় নির্বাচনী লড়াইয়ের হেরো’ খেতাব জয় করেছেন। আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Polls 2024) তিনি ফের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন কিন্তু আদৌ কি তিনি জিততে পারবেন এবার?

Advertisements

আরও পড়ুন ? WB Lok Sabha Election Opinion Poll: হারের মুখ দেখতে পারে ইউসুফ থেকে দিলীপ! ভোটের আগেই ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী জনমত সমীক্ষার

পঞ্চায়েত হোক বা জেলা পরিষদ, পৌরসভা কিংবা বিধানসভা, লোকসভা অথবা রাষ্ট্রপতি নির্বাচন দেশের একাধিক নির্বাচনে প্রার্থী হয়ে তাড়ানোর অভিজ্ঞতা তার রয়েছে। দেশের ইতিহাসে এরকম অভিজ্ঞতা আর কারো আছে কিনা তাতে সন্দেহ। কিন্তু ৬৫ বছরের পদ্মরাজনের মনের জোর বিশাল। জানলে আশ্চর্য হবেন তিনি কিন্তু পেশায় টায়ার সারাইয়ের দোকানের মালিক। তবে তার নেশা হল ভোটে দাঁড়ানো।

সূত্র মারফত জানা গেছে যে, আসন্ন লোকসভা ভোটে (Lok Sabha Polls 2024) তামিলনাড়ুর ধর্মপুরী জেলার একটি আসনে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই ৬৫ বছরের পদ্মরাজন। একাধিক বার নির্বাচনে লড়াই করার ফলে ‘ইলেকশন রাজা’র তকমা পেয়েছেন তিনি। ভাবতে পারবেন না এই সাধারণ মানুষটি কিন্তু হেরেছেন অটলবিহারী বাজপেয়ী, মনমোহন সিংহ, রাহুল গান্ধী থেকে নরেন্দ্র মোদির মতো রাঘববোয়ালদের প্রার্থীদের কাছে। তার এই কাণ্ডের ফলে তার নাম উঠেছে লিমকা বুক অফ রেকর্ডসে। টাকা ছাড়া তিনি কিন্তু ভোটে দাঁড়াতে পারেননি। ভোটের টিকিট পাবার জন্য তাকে মোটা অংকের টাকা দিতে হয়েছে। প্রতিবার ভোটে হেরে ২৫ হাজার টাকা করে জামানত ভরেছেন। তা সত্ত্বেও তিনি ভোটে দাঁড়ানো থেকে বিরত হননি। পদ্মারাজনের কথায়, তিনি হারের মধ্যেও জয়ের আনন্দ খুঁজে নিয়েছেন। শাহরুখ খান অভিনীত বাজিগর ছবির সংলাপ মনে করিয়ে দিয়েছেন পদ্মরাজন।

Advertisements