নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে এখন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে হাওয়া অফিসকে অরেঞ্জ অ্যালার্ট (Heatwave Orange Alert) জারি করতে হল। দক্ষিণবঙ্গের ছয় জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। পরিস্থিতি কোন জায়গায় পৌঁছাবে তা নিয়েই এখন শুরু হয়েছে সংশয়।
হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী বলা হয়েছে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরেই থাকবে। শুধু ৪০ ডিগ্রির উপরে নয়, পশ্চিমের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রীর কাছাকাছি থাকতে পারে, আবার কোন কোন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪৪° পার করে যেতে পারে।
এমন পরিস্থিতি থেকে কবে মুক্তি মিলবে তা নিয়েই এখন দক্ষিণবঙ্গের বাসিন্দারা তাকিয়ে রয়েছেন। তবে হাওয়া অফিসের তরফ থেকে এই পরিস্থিতি থেকে মুক্তির বিষয়ে তেমন কোনো আশার আলো দেখাতে পারেনি। বরং হাওয়া অফিসের তরফ থেকে শনিবার বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এই ছয় জেলায় শনিবার এবং রবিবার তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গের বাকি যে সকল জেলা রয়েছে সেই সকল জেলাগুলিতে আপাতত তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। এর পাশাপাশি ওই সকল জেলার জন্য হলুদ অ্যালার্ট জারি করা হয়েছে। ওই সকল জেলার পরিস্থিতির আপডেট সময়ের পরিপ্রেক্ষিতে হাওয়া অফিসের তরফ থেকে দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে এরই মধ্যে আবার মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আর সেই ঝড় বৃষ্টি ক্ষণিকের জন্য হলেও স্বস্তি ফেরাতে পারে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার যে সকল জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সেই সকল জেলাগুলি হল ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনায়। এই সকল জেলায় মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। এর পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে বলেও জানানো হয়েছে। তবে এসবের পরেও কিন্তু তাপপ্রবাহ থেকে মুক্তির কথা জানায়নি হাওয়া অফিস।