Ladakh Airbase: হম্বিতম্বির দিন শেষ! এবার চীনের কানের নীচে দিতে নাকের ডগায় এই জায়গায় ভারত বানাচ্ছে বিমানঘাঁটি

India is building Ladakh Airbase on China’s border: চীনকে চাপে রাখতে নয়া উদ্যোগ ভারতের। ভারত-চীন সীমান্তে পরিকাঠামোগত উন্নয়নে জোর দিয়েছে প্রধানমন্ত্রী। তৈরি হচ্ছে লাদাখ নায়োমা বিমানঘাঁটি। যা তৈরি করছে বর্ডার রোডস অফ অর্গানাইজেশন। সারা বিশ্বের বিমানঘাঁটিগুলির মধ্যে সর্বোচ্চ সামরিক বিমানঘাঁটি (Ladakh Airbase) হতে চলেছে এটি। নির্মাণকার্য শেষ হলেই মোতায়েন করা হবে বাহিনী। যা সারাক্ষণ নজরদারি করবে সীমান্ত এলাকায়।

২০২৩ সালের সেপ্টেম্বরের ১২ তারিখ থেকে শুরু হয়েছে এই বিমানঘাঁটির নির্মাণকার্য। যার দায়িত্বে রয়েছে একজন মহিলা বিআরও অফিসার। যার নাম পনুং ডমিং। খবর রয়েছে ২০২৪ সালের মধ্যেই শেষ হবে বিমানঘাঁটির নির্মাণকার্য। আনুমানিক চলতি বছরে অক্টোবরের মধ্যেই লাদাখ নায়োমা বিমানঘাঁটির (Ladakh Airbase) ২.৭ কিলোমিটার রানওয়ে তৈরির কাজ শেষ হবে। যা জানিয়েছে বিআরও-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল অফিসার রঘূ শ্রীনিবাস। যা ভারত-চীন সীমান্তের অন্যতম প্রকল্প হিসেবে বিশেষ তাৎপর্যপূর্ণ।

খবর রয়েছে লাদাখ নায়োমা এই বিমানঘাঁটি তৈরি হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৩ হাজার ৭০০ ফুট উচ্চতায়। তবে সীমান্তের খুব কাছে নয়, ভারত-চীন সীমান্ত থেকে ২৩ কিলোমিটার দূরে নির্মিত হচ্ছে এই সামরিক বিমানঘাঁটি। যার পরিকাটামোগত উন্নয়ন খাতে বরাদ্দ করা হয়েছে আনুমানিক ২১৮ কোটি টাকা।

আরও পড়ুন 👉 Gold Price Hiked Reason: কেন হু হু করে বৃদ্ধি পাচ্ছে সোনার দাম! পিছনে চীনের কলকাঠি!

পূর্বে ১৯৬২ সালে ভারত-চীনের ভয়াবহ যুদ্ধ হয়েছিল। আর সেই যুদ্ধের পর কয়েক দশক এই বিমানঘাঁটির অবস্থা খুবই শোচনীয় ছিল। তবে পরবর্তীতে ২০০৯ সালে ভারতীয় বায়ুসেনার দ্বারা এই বিমানঘাঁটি কার্যকরী করা হয়। বর্তমানে যার পরিকাঠামাগত উন্নয়ন চলছে। অপরদিকে এই বিমানঘাঁটি নির্মাণ প্রসঙ্গে BRO-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল রঘু শ্রীনিবাস জানিয়েছেন, খুব শীঘ্রই এই প্রকল্পের কাজ শেষ হবে। তার জন্য চলছে শিফটে কাজ। এখানকার মাটি খুবই রুক্ষ। তবে নির্মাণকার্য দ্রুত শেষ করার জন্য সব রকমের পদক্ষেপ তারা গ্রহণ করছেন। যাতে ভারতীয় বায়ুসেনারা খুব তাড়াতাড়ি এই জায়গা ব্যবহার করতে পারে। তিনি আরো জানিয়েছেন যে, পরবর্তী সময়ে ভারতীয় বায়ুসেনাদের গেম চেঞ্জার হয়ে উঠবে এই লাদাখ নায়োমা বিমানঘাঁটি।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ভারত-চীনের সামরিক বাহিনীর অফিসারদের মধ্যে সীমান্ত নিয়ে বিবাদ চলছিল। ২০ দফায় চলছিল এই সীমান্ত বিবাদ। কিন্তু কোনো দফাতেই তার সমাধান সূত্র বের হয়নি। চীন তার সিদ্ধান্তেই অটল থেকেছে। যার ফলে সীমান্ত রেখার খুব কাছেই লাদাখের এই জায়গায় বিমানঘাঁটি (Ladakh Airbase) তৈরি বেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।