আফগানরা হারতেই ঘুরে গেল খেলা! সেমিফাইনালে যাওয়া নিয়ে টানাটানি আফগানিস্তান-পাকিস্তানের

নিজস্ব প্রতিবেদন : এবার বিশ্বকাপে (Cricket World Cup 2023) যদি কোন দেশ চমক দেখিয়েছে তাহলে প্রথমেই নাম করতে হয় আফগানিস্তানের (Afghanistan)। কেননা এই দলটি এবার প্রথম থেকেই বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটাতে শুরু করে। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে তারা হারায়, এছাড়াও পাকিস্তানের মতো দলকেও তারা হারিয়ে যায়। এমনকি মঙ্গলবারের ম্যাচে অস্ট্রেলিয়ারও অবস্থা নাকানিচুবানি হয়ে দাঁড়িয়েছিল। যদি না ম্যাক্সওয়েল ওই ম্যাচ ধরতেন তাহলে অস্ট্রেলিয়ার পক্ষে তা যেটা ছিল এক প্রকার অসম্ভব।

মঙ্গলবার যদি আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে দিত তাহলে তাদের সেমিফাইনালে যাওয়ার পথ অনেক সহজ হত। কিন্তু তা হয়নি আর সেই কারণে সেমিফাইনালে যাওয়ার খেলা ঘুরে গেল। আফগানিস্তানের পরাজয়ে সবচেয়ে বড় আশার আলো জেগেছে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার। কেননা অস্ট্রেলিয়া আফগানিস্তানকে হারিয়ে ইতিমধ্যেই তৃতীয় দল হিসাবে সেমিফাইনালে যাওয়ার টিকিট পাকা করে ফেলেছে। এই পরিস্থিতিতে চতুর্থ দল হিসাবে সেমিফাইনালে যাওয়ার লড়াই এখন নিউজিল্যান্ড, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে।

বর্তমান যে পয়েন্ট টেবিল রয়েছে তাতে এখনো একটি করে ম্যাচ খেলা বাকি থাকা অবস্থায় নিউজিল্যান্ড রয়েছে চতুর্থ স্থানে, পাকিস্তান রয়েছে পঞ্চম এবং আফগানিস্তান ষষ্ঠ স্থানে। এক্ষেত্রে আফগানিস্তানের সেমিফাইনালে যাওয়া এখন অনেক কঠিন। কেননা এর পরের ম্যাচ অর্থাৎ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুধু জিতলেই হবে না, সঙ্গে বড় ব্যবধানে জিততে হবে। আবার আফগানিস্তানকে কেবলমাত্র জিতলেই হবে না, সঙ্গে নিউজিল্যান্ডকে পরের ম্যাচে আবার হারতে হবে।

এদিকে আফগানিস্তান হারার ফলে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার পথ এখনো খোলা থাকলো। কেননা তাদের শেষ ম্যাচ রয়েছে দুর্বল ইংল্যান্ডের বিরুদ্ধে। এখন পয়েন্ট টেবিলে পাকিস্তান রান রেটে আফগানিস্তানের থেকে এগিয়ে। সুতরাং যদি পাকিস্তান ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে দিতে পারে তাহলে সেমিফাইনালে ওঠার সুযোগ রয়েছে। তবে এক্ষেত্রেও পাকিস্তানকে তা থাকতে হবে আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের দিকেই। কেননা নিউজিল্যান্ড জয় পেলে পাকিস্তানের সেমিফাইনালে আর ওঠা হবে না।

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর পয়েন্ট টেবিল অনুযায়ী এখন ভারত, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া সেমিফাইনালে টিকিট পাকা করে নিয়েছে। এছাড়াও যে পরিস্থিতিতে এখন রয়েছে তাতে ক্রিকেট মহল মনে করছে, চতুর্থ দেশ হিসাবে নিউজিল্যান্ডই সেমিফাইনালে টিকিট পাকা করবে। আর এমনটা যদি হয় তাহলে এবার সেমিফাইনাল হবে সবচেয়ে দমদার। কারণ চারটি দলই দারুণ ফর্মে রয়েছে। আবার এক্ষেত্রে এশিয়ার একমাত্র দল হিসাবে ভারত সেমিফাইনাল খেলবে।