নিজস্ব প্রতিবেদন : হাওড়া অথবা শিয়ালদা স্টেশনে নামার পর নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য সবার প্রথম যাত্রীদের যার কথা মনে আসে তা হল Ola অথবা Uber। মূলত স্বাচ্ছন্দে গন্তব্যে পৌঁছানোর জন্য এই সব অ্যাপ ক্যাপ ব্যবহার করেন যাত্রীরা। এই দুটি অ্যাপের জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে সফরের মুহূর্তে অন্য কোন অ্যাপের কথা মাথায় আসে না।
তবে জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে Ola হোক অথবা Uber, দুই ধরনের অ্যাপের ক্ষেত্রেই একচেটিয়া মনোভাব বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ট্রিপের ভাড়া নিয়ে বহু সময় যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা যায়। অনেক সময় দেখা যায় ট্রিপের ভাড়া বেড়ে যায়। আবার বহু ক্ষেত্রেই এই সকল অ্যাপ ক্যাবের চালকদের সময়ে পরিষেবা না দেওয়ার অভিযোগ রয়েছে। যেকারণে এখন অনেকেই এই দুই অ্যাপ ক্যাবের উপর থেকে নির্ভরশীলতা ধীরে ধীরে সরিয়ে নিচ্ছেন।
Ola, Uber এর মত অ্যাপের উপর নির্ভরশীলতা সরিয়ে ফেলার আরও অনেক কারণ রয়েছে। কেননা বাজারে এসে গেছে অন্যান্য আরও একাধিক অ্যাপ, যেগুলি অনেক কম খরচে যাত্রীদের এক জায়গা থেকে অন্য জায়গা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। এমনকি অনেক সময় খরচ অর্ধেকও হয়ে যাচ্ছে। এই সকল অ্যাপের তালিকায় যার নাম প্রথমে উঠে আসে সেটি হল InDrive। এছাড়াও এখন বাসিন্দাদের কাছে প্রিয় হয়ে দাঁড়াচ্ছে Namma Yatri, Yaary, BluSmart এবং Rapido।
আরও পড়ুন ? Ola Cab: Ola ড্রাইভারদের দাদাগিরির দিন শেষ, চমক এলো নতুন পরিষেবায়
বিভিন্ন যাত্রীদের থেকে কথা বলে জানতে পারা গিয়েছে, তারা এখন Ola, Uber-এর মতো অ্যাপের ব্যবহার অনেক কমিয়ে দিয়েছেন। কেউ কেউ আবার রয়েছেন যারা এই অ্যাপ নিজেদের ফোন থেকে ডিলিটও করে দিয়েছেন। পরিবর্তে তারা InDrive, Namma Yatri, Yaary, BluSmart, Rapido-র মতো অন্যান্য বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করছেন।
আবার এই সকল অ্যাপের মধ্যে InDrive অ্যাপের ব্যাপক চাহিদা বৃদ্ধি পাচ্ছে। ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত মাত্র এক মাসে এই অ্যাপে চালকদের রেজিস্ট্রেশন বৃদ্ধি পেয়েছে পাঁচ গুণ এবং ট্রিপের সংখ্যা বেড়েছে চার গুণ। এই অ্যাপটির এমন জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার মূল কারণ হলো এখানে আপনি চালকের সঙ্গে টিপের ভাড়া নিয়ে দামাদামি করতে পারবেন। দর কষাকষি করে আপনি আপনার পছন্দের ভাড়া দিতে পারেন চালককে। এত সুন্দর সুযোগ অন্য কোন অ্যাপে নেই বলেই জানাচ্ছেন যাত্রীরা।