Baba Ramdev: তেল, নুন, পেস্ট অতীত! এবার রামদেব বাবা কিনছেন এই সফ্টওয়্যার কোম্পানি

After Patanjali, Baba Ramdev is going to buy this software company: যোগগুরু রামদেব বাবার পতঞ্জলি আয়ুর্বেদ দেশের নানা প্রান্তে জনপ্রিয়তা অর্জন করেছে। খাদ্যদ্রব্য থেকে শুরু করে কসমেটিক্স, সমস্ত কিছুই নির্ভেজাল আয়ুর্বেদ পদ্ধতিতে তৈরি করা হয় রামদেবের সংস্থা পতঞ্জলিতে। এবার এফএমসিজি বাজারে একটি বড় শেয়ার দখল করার পরে বাবা রামদেব (Baba Ramdev) অন্যান্য সেক্টরের দিকেও অগ্রসর হতে চলেছেন। তার পতঞ্জলি আয়ুর্বেদ এবার প্রস্তুতি নিচ্ছে সফ্টওয়্যার সেক্টরে প্রবেশ করার জন্য। এই নতুন দুনিয়ায় প্রবেশের জন্য কোটি কোটি টাকা খরচ করতেও প্রস্তুত রয়েছে রামদেবের প্রতিষ্ঠান।

বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে সম্প্রতি ঋণে জর্জরিত বৃহৎ সফটওয়্যার কোম্পানি ‘রোলটা ইন্ডিয়া’ কিনতে আগ্রহ প্রকাশ করছে বাবা রামদেবের (Baba Ramdev) প্রতিষ্ঠান পতঞ্জলি আয়ুর্বেদ। এই সংস্থা কেনার জন্য পতঞ্জলি আয়ুর্বেদ এর তরফ থেকে প্রায় 830 কোটি টাকা অফার করা হয়েছে। শুধু তাই নয়, জানা যাচ্ছে পতঞ্জলির এই অফার অল ক্যাশ অফার। পতঞ্জলির এই প্রস্তাব যদি গ্রহণ করা হয় সে ক্ষেত্রে FMCG এর পরে সফটওয়্যার সেক্টরেও বড় ভূমিকা রাখবে রামদেবের এই সংস্থা।

জানা যাচ্ছে রোলটা ইন্ডিয়া নামক সফটওয়্যার কোম্পানিটি মূলত প্রতিরক্ষা খাত সম্পর্কিত প্রযুক্তি পরিষেবা গুলি প্রদান করে থাকে। কিন্তু বর্তমানে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে এই সংস্থাটির পাওনা রয়েছে ৭১০০ কোটি টাকা। সিটি গ্রুপ সহ অন্যান্য বিদেশি বন্ডহোল্ডার দের কাছ বাকি আছে ৬৬৯৯ কোটি টাকা। এই কারণেই রোলটা ইন্ডিয়া কোম্পানিটি বর্তমানে প্রায় ১৪ হাজার কোটি টাকা ঋণ এর দায়ে জর্জরিত।

আরও পড়ুন 👉 Patanjali Solar Panel: বিদ্যুৎ খরচের চিন্তা শেষ! এবার পতঞ্জলি সোলার প্যানেলে ১ টাকায় মিলবে ১ ইউনিট বিদ্যুৎ

এই পরিস্থিতিতে দেউলিয়া হতে চলা এই কোম্পানিকে হয়তো গ্রহণ করতে পারে পতঞ্জলি আয়ুর্বেদ। গত সপ্তাহেই আশদান প্রপার্টিজকে ঋণদাতা ব্যাঙ্ক গুলি সর্বোচ্চ দরদাতা হিসাবে চিহ্নিত করেছিল। পতঞ্জলি NCLT এর মুম্বাই বেঞ্চকে প্রস্তাব বিবেচনা করার জন্য অনুরোধ করা হয়েছিল। যদিও আশদান প্রপার্টিজ এর বিরোধিতা করেছিল। তবে উভয় পক্ষের কথা শোনার পর এনসিএলটি এর তরফ থেকে এই সিদ্ধান্তটি ঋণদাতাদের কমিটির উপর ছেড়ে দেওয়া হয়েছে।

বিশ্বের সূত্র মারফত জানা যাচ্ছে যে কোনো ধরনের আইনি জটিলতা এড়িয়ে যেতে পাওনাদার দের কমিটি পতঞ্জলির প্রস্তাব বিবেচনা করার বিষয়ে আইনি মতামত নিচ্ছে। মনে করা হচ্ছে পতঞ্জলির এই অফারটি বর্তমানে ঋণদাতাদের কাছে উপলব্ধ অফারের মধ্যে সবথেকে বড় এবং ভাল অপশন। এই পরিস্থিতিতে বাবা রামদেবের (Baba Ramdev) প্রতিষ্ঠান পতঞ্জলি আয়ুর্বেদ এর প্রস্তাব বিবেচনা করা এবং গ্রহণ করা ঋণদাতা ব্যাঙ্কগুলির জন্য একটি লাভজনক চুক্তি হতে পারে। আর তা গ্রহণ করা হলেও পতঞ্জলি আয়ুর্বেদের জন্য তা একটি যুগান্তকারী পদক্ষেপ হবে।