FIU Payments bank information: শুধু পেটিএম নয়, স্ক্যানারে আরও পেমেন্টস ব্যাঙ্ক! যেকোনো সময় হতে পারে বড় ঘোষণা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নীতি লঙ্ঘন করার জন্য দেশের অন্যতম জনপ্রিয় পেমেন্টস ব্যাঙ্ক পেটিএম (Paytm Payments Bank) -এর পরিষেবা বন্ধ করার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ২৯ ফেব্রুয়ারি শেষ দিন হিসাবে ঘোষণা করলেও পরবর্তীতে এই পেমেন্টস ব্যাঙ্কের পরিষেবার মেয়াদ বৃদ্ধি করে করা হয়েছে ১৫ মার্চ পর্যন্ত।

Advertisements

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধে কেওয়াইসি থেকে শুরু করে আরও বেশ কিছু অভিযোগ রয়েছে। আর সেই সকল অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাদের বিরুদ্ধে এমন কড়া পদক্ষেপ নেওয়ার ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এমন নির্দেশ নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে পুনরায় বিষয়টি বিবেচনার জন্য আবেদন জানানো হলেও তা খারিজ করে দেওয়া হয়েছে।

Advertisements

তবে কেবলমাত্র পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক নয়, এর পাশাপাশি আরও বেশ কিছু পেমেন্টস ব্যাঙ্ক এমন নিষিদ্ধ হওয়ার তালিকায় আসতে পারে। কেননা ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (FIU) প্রায় ৫০০০০ অ্যাকাউন্ট পেয়েছে, যেগুলির কেওয়াইসি যাচাই করা হয়নি। আরও উল্লেখযোগ্য বিষয় হল এই সকল অ্যাকাউন্ট বেশ সন্দেহজনক এবং অর্থ পাচারের জন্য ব্যবহার করা হতো বলে মনে করা হচ্ছে। এই সকল অ্যাকাউন্টের বিশদ তথ্য ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে দেওয়া হয়েছে।

Advertisements

আরও পড়ুন ? RBI Action: শুধু নয় Paytm, আরও এই ৪ ব্যাঙ্কের উপরও কড়া পদক্ষেপ নিল RBI

কেওয়াইসি নেই এমন অ্যাকাউন্টের সংখ্যা অনেক হলেও ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যে ৫০ হাজার অ্যাকাউন্টের কথা বলছে সেগুলি কিন্তু গুরুতর হতে পারে। আবার সবচেয়ে বড় বিষয় হলো এই পঞ্চাশ হাজার অ্যাকাউন্টের মধ্যে কেবলমাত্র ২০ হাজার পেটিএম পেমেন্টস ব্যাংকের। বাকি ৩০ হাজার অন্যান্য সব পেমেন্টস ব্যাংকের রয়েছে। এছাড়াও একটি প্যান নম্বর ব্যবহার করে একাধিক রেজিস্ট্রেশন রয়েছে বলেও জানা যাচ্ছে।

জানা গিয়েছে, পেটিএমে নথিভুক্ত থাকা প্রায় ১০০০০ ইউপিআই অ্যাকাউন্টের হদিস পাওয়া গিয়েছে যেগুলি অর্থ পাচারের ক্ষেত্রে ব্যবহার করা হতো। মহাদেব অ্যাপ কেলেঙ্কারির তদন্তে নেমে এই সকল অ্যাকাউন্টের হদিস পাওয়া গিয়েছিল। ঠিক একইভাবে সন্দেহভাজন আরও ৫০ হাজার অ্যাকাউন্ট রয়েছে যেগুলিও বিভিন্ন পেমেন্টস ব্যাঙ্কের। তাদের ওপর এবার কড়া নজর রাখতে শুরু করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে এখনই ঐ সকল পেমেন্টস ব্যাঙ্কের নাম সামনে আনা হয়নি তদন্তের কারণে।

Advertisements