Paytm: RBI-এর নির্দেশে ব্যান Paytm! কোন কোন পরিষেবা ব্যবহার করতে পারবেন না গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদন : ভারতে যে সকল পেমেন্ট ব্যাঙ্ক চালু রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো পেটিএম (Paytm)। তবে এই সংস্থার উপর সম্প্রতি ৩১ জানুয়ারি নিষেধাজ্ঞা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশ সামনে আসার পর paytm এর গ্রাহকদের মধ্যে বাড়তে শুরু করেছে চিন্তা। চিন্তা বাড়ছে মূলত ওয়ালেট সহ পেমেন্টস ব্যাংকে থাকা টাকা পয়সা নিয়ে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে paytm এর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মূলত তাদের তরফ থেকে বার বার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম লংঘন করার জন্য। এর আগে ২০২২ সালের ১১ মার্চ পেটিএমকে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে তারা আর কোন পেমেন্টস ব্যাংকের গ্রাহক সংগ্রহ না করেন। সেই নিষেধাজ্ঞা এখনো বলবৎ রয়েছে। এরই মধ্যে পেটিএমকে তাদের সম্পূর্ণ আইটি সিস্টেম অডিট করতে বলা হয়েছিল। সেই অডিটে ত্রুটি খুঁজে পাওয়ার কারণে এমন কঠোর নিষেধাজ্ঞা জারি করা হলো।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে দেওয়া নির্দেশের পরিপ্রেক্ষিতে আগামী ২৯ ফেব্রুয়ারির পর পেটিএম পেমেন্ট ব্যাংকের পেটিএম পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টে এবং ওয়ালেটে নতুন করে আর আমানত গ্রহণ করা যাবে না। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এমন নির্দেশের পর দেশের লক্ষ লক্ষ গ্রাহকদের মধ্যে নানান প্রশ্ন ঘোরাফেরা করছে। সেই সকল প্রশ্নের মধ্যে অন্যতম হলো পেটিএম অ্যাপ নাকি কেবলমাত্র পেটিএম পেমেন্ট ব্যাংকের উপরে এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন 👉 Paytm Payments Bank: পেটিএম ব্যাঙ্ক বন্ধের নির্দেশ দিল RBI, অ্যাকাউন্টে টাকা থাকলে জেনে নিন কী করণীয়

ওয়ান ৯৭ কমিউনিকেশন মূলত পেটিএম অ্যাপ এবং পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক পরিষেবা দিয়ে আসছে। এক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে বিধিনিষেধ জারি করা হয়েছে তা জারি হয়েছে পেটিএম পেমেন্টস ব্যাংকের উপর। পেটিএম অ্যাপের উপর কোন নিষেধাজ্ঞা জারি না হওয়ার কারণে গ্রাহকরা আগের মতই এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এমন নির্দেশের পর অনেকেরই জনপ্রিয় এই অ্যাপের উপর থেকে ভরসা উড়ে গিয়েছে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশের পর যে সকল পরিষেবা গ্রাহকরা পাবেন না সেগুলি হল সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্ট, প্রিপেইড সুবিধা, ওয়ালেট সুবিধা, ফ্যাসট্যাগ সুবিধা, ন্যাশনাল কমন মোবিলিটি সহ এই ধরনের পরিসেবা। তবে এখনো পর্যন্ত যে সকল গ্রাহকদের টাকা পেটিএম পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট অথবা ওয়ালেটে রয়েছে সেগুলি গ্রাহকরা নিশ্চিন্তেই ব্যবহার করতে পারবেন। সেগুলি ইউপিআই অথবা আইএমপিএস এর মাধ্যমে অন্য কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করার পাশাপাশি সেই টাকা তুলতেও পারবেন।