ফের বাজারে ফিরতে চলেছে ১০০০ টাকার নোট? নতুনভাবে না পুরাতন! সামনে এলো কালো সত্য

নিজস্ব প্রতিবেদন : ২০১৬ সালের নভেম্বর মাসে পুরাতন ৫০০ টাকা এবং ১০০০ টাকার নোট বাতিল হওয়া ঘটনা আজও দেশে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। এই নোট বাতিলের ঘটনার পর ফের ২০২৩ সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) বাজার থেকে তুলে নেয় ২০০০ টাকার নোট। ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার পরই ১০০০ টাকার নোট নিয়ে শুরু হয়েছে জল্পনা।

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে গোলাপী ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণার পরই ১০০০ টাকার নোট ফিরে আসা নিয়ে জল্পনা তৈরি হয়। এই জল্পনা গত কয়েকদিনে আরও বৃদ্ধি পেয়েছে। কেননা এই মুহূর্তে বাজারে বড় নোট বলতে কেবলমাত্র রয়েছে ৫০০ টাকার নোট। সেই জায়গায় ফের ১০০০ টাকার নোট ফিরিয়ে আনার যে জল্পনা শুরু হয়েছে তা সাধারণ মানুষের কাছে অবিশ্বাস্য নয়।

এরই পরিপ্রেক্ষিতে ১০০০ টাকার নোট বাজারে ফের আসছে এমনই জোর প্রচার শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই নিয়ে এখনো পর্যন্ত কিছু জানায় নি এবং যা জানা যাচ্ছে তাতে পুনরায় ১০০০ টাকার নোট বাজারে প্রচলন করার মতো কোনো পরিকল্পনা তাদের নেই। এমনকি কেন্দ্রীয় ব্যাংক এই নিয়ে কোনরকম বিবেচনাও করছে না। সুতরাং সোশ্যাল মিডিয়াই যা ঘুরে বেড়াচ্ছে তা পুরোপুরি ভাবে ভিত্তিহীন।

এমনকি এই বছরের শুরুর দিকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছিলেন, ২০০০ টাকার নোট প্রত্যাহার করা হলেও পুনরায় ১০০০ টাকার নোট ফিরিয়ে আনার মতো কোনো প্রস্তাব নেই। এমনকি পুনরায় ১০০০ টাকার নোট চালু করার একটি প্রশ্নের ভিত্তিতে তিনি জানিয়েছেন, পুনরায় ১০০০ টাকার নোট চালু করার বিষয়টি সম্পূর্ণ অনুমানমূলক, এই মুহূর্তে এমন কোন প্রস্তাব নেই।

২০০০ টাকার গোলাপি নোট চালু করা এবং প্রত্যাহার করার পিছনে কি কারণ রয়েছে? ২০০০ টাকার গোলাপী নোট চালু করার মূল কারণ ছিল পুরাতন ৫০০ টাকা এবং ১০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার পর দ্রুত গতিতে অর্থনীতির প্রয়োজনীয়তা মেটানোর জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং বর্তমানে সেই চাহিদা মিটে যেতেই ধীরে ধীরে ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে ২০২৩ সালে পুরোপুরি ভাবে ২০০০ টাকার নোট ফিরিয়ে নেয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।