নিজস্ব প্রতিবেদন : তীব্র ঝড়ে এর আগেও ব্রিজ ভেঙে যেতে দেখা গিয়েছে। ঠিক সেই রকমই ফের একবার প্রচন্ড বেগে হাওয়া দেওয়ার কারণে ভেঙে পড়লো একটি ব্রিজ (Bridge Collapsed)। আর এইভাবে হঠাৎ ব্রিজ ভেঙে পড়ার কারণে ভাঙ্গা ব্রিজের মধ্যেই আটকে পড়েন বেশ কয়েকজন পথচারী। এমন ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আর ভাইরাল হওয়ার পর নানান প্রশ্ন উঠতে শুরু করেছে।
হাওয়ার বেগে এমন ব্রিজ ভেঙে যাওয়ার ঘটনাটি ঘটেছে গঙ্গার (Ganges) বুকে। ঘটনাটি ঘটেছে বিহারে (Bihar)। এর আগেও একাধিকবার বিহারে এইভাবে ব্রিজ ভেঙে পড়ার ঘটনা ঘটতে দেখা গিয়েছে। এর আগেও নির্মীয়মান একটি ব্রিজ ঝড়ের বেগে ভেঙে পড়ে। আবার ওই ব্রিজটি দিন কয়েক আগে ফের একবার ভেঙ্গে পড়তে দেখা যায়। বিহারে বারবার এইভাবে ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় প্রশ্ন উঠছে গুণগতমান নিয়ে।
নতুন করে হাওয়ার গতিবেগের কারণে ব্রিজ ভেঙ্গে পড়ার এমন ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালী জেলার রঘুপুর এলাকায়। এই ব্রিজটি পিপা ব্রিজ নামে পরিচিত এবং এই ব্রিজের উপর প্রতিদিন তিন হাজারের বেশি মানুষ যাতায়াত করে থাকেন। শুধু তাই নয়, জেলার সদর শহর রঘুপুর থেকে হাজিপুর পর্যন্ত যাতায়াতের একমাত্র মাধ্যম হলো এই ব্রিজ। মাস কয়েক আগে এই ব্রিজের অবস্থা খারাপ হয় এবং তারপর এই ব্রিজের সংস্কার করে ফেব্রুয়ারি মাসে ফের চালু করা হয়। কিন্তু ফেব্রুয়ারি মাসে চালু করার পর এইভাবে ভেঙ্গে পড়বে তা কেউ ভাবতে পারছেন না।
জানা গিয়েছে, এই ব্রিজের উপর দিয়ে যখন মঙ্গলবার পথচারীরা যাতায়াত করছিলেন ঠিক সেই সময় আচমকা ব্রিজের একটি অংশ ভেঙে যায়। ব্রিজের একাংশ ভেঙে যাওয়ার পর দুই তীরের সম্পর্ক সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুই তীরের সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি ব্রিজের মাঝেই আটকে পড়েন বেশ কয়েকজন। তারপর কোনক্রমে তারা প্রাণে বাঁচেন। দীর্ঘক্ষণ ব্রিজে আটকে থাকার পর তারা স্থলে ফিরে আসেন। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি বলেই জানা গিয়েছে।
#WATCH | Portion of a temporary bridge built on river Ganga in Bihar's Vaishali washed away due to strong winds. The bridge connected Raghopur to the Vaishali District Headquarters. pic.twitter.com/tX3XzWjieg
— ANI (@ANI) June 28, 2023
বিহারে যেভাবে দিনের পর দিন ব্রিজ ভেঙে পড়ার ঘটনা ঘটছে তাতে এই রাজ্যটি এখন ব্রিজ ভাঙার রাজ্যে পরিণত হয়েছে। কেননা এই মাসেই তিন জায়গায় ব্রিজ ভেঙ্গে পড়ার ঘটনা ঘটলো। ২৭ জুনের এই ব্রিজ ভেঙে যাওয়ার আগে ৪ জুন ব্রিজ ভেঙে ছিল খাগাড়িয়া জেলায় গঙ্গায়। সেটি ছিল নির্মীয়মান ব্রিজ। ২৪ জুন মেচি নদীর উপর কিষাণগঞ্জের সঙ্গে কাটিহারকে যুক্ত করার জন্য যে ব্রিজ তৈরি করার কাজ চলছে সেটি। হিসাব অনুযায়ী জুন মাসেই তিন তিনটি ব্রিজ ভেঙ্গে পড়ার ঘটনা ঘটলো বিহারে।