আবারও পাথর পড়ল বাংলার বন্দে ভারতে, এবার কোথায়! ভাবতে পারবেন না!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে যাত্রী স্বাচ্ছন্দ্য এবং যাত্রী দিন নিরাপত্তার কথা মাথায় রেখে নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ভারতের বিভিন্ন রুটে চালু করা হচ্ছে নতুন নতুন ট্রেন। অত্যাধুনিক এবং নতুন নতুন ট্রেন চালু করার ক্ষেত্রে প্রথমেই নাম আসে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express)। ইতিমধ্যেই ভারতে ১৮ টি বন্দে ভারত চলছে, যার মধ্যে তিনটি চলছে বাংলা থেকে বিভিন্ন রুটে। এর পাশাপাশি খুব তাড়াতাড়ি আরও দুটি বন্দে ভারত মেট্রো আসছে।

Advertisements

কিন্তু এরই মধ্যে সোমবার রাতে নতুন করে বন্দে ভারত এক্সপ্রেসের উপর পাথর হামলা চালানো হলো। সোমবার রাতের এমন ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের একটি জানলার কাঁচ। তবে এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন সময় ভারতের বিভিন্ন রুটের বন্দে ভারত এক্সপ্রেসের উপর পাথর হামলা চালানোর পাশাপাশি বাংলার বুকে চলা বন্দে ভারতের উপরেও পাথর নিক্ষেপ করা হয়েছে।

Advertisements

সোমবার রাতে নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উপর পাথর নিক্ষেপ করা হয়। এবার মালদা স্টেশন ছাড়ার পরই C8 কোচে পাথর হামলার ঘটনা ঘটেছে। ডান দিকের মাঝখানের একটি জানলা সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। যদিও ভেতর থেকে তেমনভাবে স্পষ্ট নয়, তবে বাইরে থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কাঁচটিতে ঢিল বা পাথর ছোঁড়া হয়।

Advertisements

এই ঘটনায় নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে থাকা এক যাত্রী জানিয়েছেন, মালদা স্টেশন ছাড়ার পরেই এমন ঢিল বা পাথর ছোঁড়ার ঘটনা ঘটে। ট্রেনের মধ্যে থাকার ফলে সঠিকভাবে বলা যাবে না কোন জায়গায় এমন ঘটনা ঘটেছে। তবে মহানন্দা নদী পার করার পরই এই ঘটনা ঘটে। ঢিল বা পাথর ছোঁড়া হয়েছে এবং সেই ঢিল বা পাথরের আঘাতে ভেঙ্গে যায় জানলার কাঁচ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়।

মালদা স্টেশন পার হওয়ার পর নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস আক্রান্ত হওয়ার পর বোলপুর স্টেশনে এসে দাঁড়ায়। সেখানে রেল পুলিশ আধিকারিকরা পৌঁছান এবং ট্রেনের ওই কামরা খতিয়ে দেখেন। এর পাশাপাশি ওই কামরাই থাকা বেশ কয়েকজন যাত্রীদের সঙ্গে তারা কথা বলেন।

Advertisements