নতুন মিউজিক ভিডিও প্রকাশ দেখতে পেল না, আক্ষেপ ঐন্দ্রিলার নাচের শিক্ষকের

নিজস্ব প্রতিবেদন : মাত্র ২৪ বছর বয়সে সকলকে ছেড়ে চলে গেলেন বাংলার টেলিভিশন অভিনেত্রী জিয়ন কাঠি খ্যাত ঐন্দ্রিলা শর্মা। ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি থেকে তিনি দুরারোগ্য বোন ম্যারো ক্যান্সারে ভুগছিলেন। তবে বারবার জীবন যুদ্ধে লড়াই চালিয়ে তাকে জয় হাসিল করতে দেখা গিয়েছে। কিন্তু ১ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর দীর্ঘ ২০ দিন ধরে লড়াই চালালেও শেষ রক্ষা হলো না।

সদ্যপ্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরে। সেখানকার ইন্দ্রপ্রস্থ এলাকার বাসিন্দা ছিলেন তিনি। পড়াশোনা করেছেন বহরমপুরের মহারানী কাশীশ্বরী গার্লস হাইস্কুলে। ঐন্দ্রিলার মা একজন সিনিয়র নার্স এবং তার বাবা চিকিৎসক। স্বাভাবিকভাবেই এই অল্প বয়সে তার এমন প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছে বহরমপুর। চোখের জল ধরে রাখতে পারছেন না এলাকার বাসিন্দারা এবং ঐন্দ্রিলার কাছের মানুষেরা।

অন্যদিকে ঐন্দ্রিলার এইভাবে চলে যাওয়ার পরই জানা যাচ্ছে একটি মিউজিক ভিডিও রিলিজ করার কথা ছিল তার। পুজোর পরেই সেই মিউজিক ভিডিও রিলিজ করার কথা ছিল বলে জানিয়েছেন ঐন্দ্রিলার ছোটবেলার নাচের শিক্ষক অভিজ্ঞান ভট্টাচার্য। তবে তার চলে যাওয়াই আর সেই মিউজিক ভিডিও রিলিজ হবে কিনা তা নিয়ে রয়ে গেল সংশয়।

অভিজ্ঞান ভট্টাচার্য জানিয়েছেন, “ছোটবেলা থেকেই অনেক প্রতিভার অধিকারী ছিল ঐন্দ্রিলা। ভালো নাচ করার পাশাপাশি আবৃত্তিতেও পটু ছিল সে। বড় হয়ে অনেক বড় বড় জায়গায় মডেলিং করেছে। সব জায়গাই সবকিছু থেকেই একটা পজিটিভ জিনিস নিয়ে ও বেরিয়ে আসতো। ও সব সময় সবকিছু ভালো করার চেষ্টা করত।”

এর পাশাপাশি নতুন মিউজিক ভিডিও নিয়ে তার ছেলেবেলার নাচের শিক্ষক অভিজ্ঞান ভট্টাচার্য জানিয়েছেন, “রিসেন্টলি আমরা একটি মিউজিক ভিডিও বার করতে চলেছিলাম সমাজের একটি বিষয় নিয়ে। পুজোর পর সেই মিউজিক ভিডিও প্রকাশ করার কথা ছিল এবং তার জন্য আমরা পোস্ট প্রোডাকশন করছিলাম। তার মধ্যেই এমন একটা ঘটনা ঘটে গেল। আমাদের কাছে খুবই কষ্টের বিষয়।”