কলকাতাকে বাদ, পশ্চিমবঙ্গের এই শহরে প্রথম 5G চালু করছে Airtel

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : 4G পরিষেবা নিয়ে এক দফা যুদ্ধ হওয়ার পর এবার টেলিকম সংস্থাগুলি যুদ্ধে নামতে চলেছে 5G পরিষেবায়। ইতিমধ্যেই দেশে এই দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা চালু হয়ে গিয়েছে। দেশের বৃহত্তম টেলিকম সংস্থা Jio প্রথম সংস্থা হিসাবে এই পরিষেবা চালু করেছে।

এবার খুব তাড়াতাড়ি দ্বিতীয় টেলিকম সংস্থা হিসাবে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Airtel চালু করতে চলেছে 5G পরিষেবা। দেশের মোট আটটি শহরে এই পরিষেবা চালু করতে চলেছে এয়ারটেল খুব তাড়াতাড়ি এবং ২০২৩ সালের মধ্যে দেশের সর্বত্র 5G পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে তাদের।

প্রাথমিকভাবে দেশের যে আটটি শহরে এয়ারটেল তাদের 5G পরিষেবা চালু করতে চলেছে সেই আটটি শহর হল দিল্লি, মুম্বই, চেন্নাই, ব্যাঙ্গালুরু, হায়দরাবাদ, শিলিগুড়ি, নাগপুর এবং বারাণসী। এই সকল এলাকার বাসিন্দারা পর্যায়ক্রমে Airtel 5G Plus পরিষেবা উপভোগ করতে পারবেন। এই সকল শহরগুলিতে নেটওয়ার্ক রোলআউট করার জন্য এয়ারটেল ইতোমধ্যেই তৎপরতা শুরু করে দিয়েছে।

এক্ষেত্রে যখন অধিকাংশ টেলিকম সংস্থা তাদের নতুন কিছু পরিষেবা লঞ্চ করার কথা ভাবে তখন প্রথমেই তারা কলকাতার কথা মনে করে। কিন্তু Airtel এর উল্টো স্রোতে বয়ে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে প্রথম এই পরিষেবা চালু করতে চলেছে। যাও কিনা তাদের এই 5G পরিষেবা লঞ্চিংয়ে উল্লেখযোগ্য।

অন্যদিকে এয়ারটেলের তরফ থেকে জানানো হয়েছে, Airtel 5G Plus পরিষেবায় তিনটি বিশেষ সুবিধা পাবেন ব্যবহারকারীরা। এই পরিষেবা সমস্ত ফাইভ-জি স্মার্টফোনের ক্ষেত্রে কম্প্যাটিবেল। এর পাশাপাশি বর্তমানে যে ইন্টারনেট স্পিড রয়েছে তার থেকে অন্ততপক্ষে ২০ থেকে ২৫ গুণ বেশি স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।