নিজস্ব প্রতিবেদন : বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে দেশের একাধিক রাজ্যে চলছে লকডাউন অথবা কার্ফু। আর এই পরিস্থিতিতে অধিকাংশ খেটে খাওয়া দিনমজুর মানুষ কর্মহীন অবস্থায় রয়েছেন। এই সকল মানুষদের কথা মাথায় রেখে মুকেশ আম্বানির সংস্থা জিও দু’দিন আগেই জানিয়েছিল তাদের জিও ফোন গ্রাহকদের কোন রিচার্জ ছাড়াই প্রতি মাসে ৩০০ মিনিট করে বিনামূল্যে ফোন করার সুযোগ দেওয়া হবে। আর এরই পাল্টা এবার বাজারে নয়া অফার নিয়ে এলো Airtel।
এয়ারটেলের তরফ থেকে সম্প্রতি টুইট করে জানানো হয়েছে, বর্তমান করোনা আবহের কথা মাথায় রেখে তাদের গ্রাহকরা এবার বিনামূল্যে ৪৯ টাকার রিচার্জ পাবেন। এই অফার দেওয়া হবে বিশেষত্ব গ্রাম্য এলাকার অল্প রোজগেরে সাবস্ক্রাইবারদের। এই সপ্তাহেই এই অফার তাদের গ্রাহকদের জন্য চলে আসবে। পাশাপাশি সংস্থার তরফ থেকে ৭৯ টাকার রিচার্জের ক্ষেত্রেও নতুন অফার ঘোষণা করা হয়েছে।
এয়ারটেল তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “ভারতের অন্যতম বৃহৎ টেলিকম অপারেটর এবং সার্ভিস প্রোভাইডার সংস্থা হলো এয়ারটেল। করোনা পরিস্থিতিতে দেশে মহামারীর সময় নিজেদের ৫৫ মিলিয়ন মধ্য বা নিম্নবিত্ত গ্রাহকদের সুবিধা দেওয়ার জন্যই এই অফার চালু করা হয়েছে। এই সপ্তাহ থেকেই নতুন সমস্ত সুবিধা পাবেন গ্রাহকরা। এই অফারের কারণে তাদের গ্রাহকদের ২৭০ কোটি টাকা বেঁচে যাবে।”
৪৯ টাকা রিচার্জে গ্রাহকরা পেয়ে থাকেন ৩৮.৫২ টাকা টকটাইম, ১০০ এমবি ডেটা, ২৮ দিনের ভ্যালিডিটি। এখন এই রিচার্জ সংস্থার তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। অন্যদিকে ৭৯ টাকার রিচার্জ যে সমস্ত গ্রাহকরা করবেন তারা দ্বিগুণ সুবিধা পাবেন।
Airtel announces benefits worth Rs 270 cr to help 55 million low-income customers to tide over the impact of Covid-19. Airtel will give Rs. 49 pack free of cost to 55 mn low-income users, mostly in rural India. #Airtel #WeAreInThisTogether #Covid19 #StayHomeStaySafe pic.twitter.com/ipqm5mMjCg
— airtel India (@airtelindia) May 16, 2021
[aaroporuntag]
আগে যেখানে ৭৯ টাকায় পাওয়া যেত ১২৮ টাকার টকটাইম, ২০০ এমবি ডেটা এবং ২৮ দিনের ভ্যালিডিটি। সেই জায়গায় এখন নতুন অফার অনুযায়ী পাওয়া যাবে ২৫৬ টাকার টকটাইম, ৪০০ এমবি ডেটা এবং ৫৬ দিনের ভ্যালিডিটি। তবে এই সকল সুবিধা কতদিন চলবে তা এখনও জানানো হয়নি এয়ারটেলের তরফ থেকে।