দৈনিক ডেটা লিমিট ছাড়াই Airtel নিয়ে এলো নতুন রিচার্জ প্ল্যান

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে ভারতের সর্ববৃহৎ টেলিকম সংস্থা মুকেশ আম্বানির রিলায়েন্স জিও হলেও তাকে অবিরত কড়া টক্কর দিচ্ছে এয়ারটেল। গ্রাহক সংখ্যার নিরিখে জিওর পরেই যার স্থান সে হলো এয়ারটেল। আবার অন্যদিক দিয়ে অনেক ক্ষেত্রেই জিওকে টেক্কা দিতে দেখা গিয়েছে এই এয়ারটেলকেই। যে কারণে প্রতিযোগিতার বাজারে এই দুই টেলিকম সংস্থা সবসময়ই একে অপরকে টেক্কা দেওয়ার প্রচেষ্টায় থাকে।

গত কয়েকদিন আগে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স জিও বেশ কয়েকটি নতুন রিচার্জ প্ল্যান বাজারে আনে। যেসকল প্ল্যানগুলি রিচার্জ করলে তাদের গ্রাহকরা পাবেন দৈনিক ডেটা লিমিট ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। জিওর এই রিচার্জ প্ল্যানগুলিকে টেক্কা দিতে এবার এয়ারটেল নিয়ে এলো নতুন একটি রিচার্জ প্ল্যান যাতে গ্রাহকরা দৈনিক ডেটা লিমিট ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

এয়ারটেলের তরফে বাজারে আনা নতুন রিচার্জ প্ল্যানটি হলো ৪৫৬ টাকার। এই নতুন রিচার্জ প্ল্যানটিতে কোনরকম দৈনিক ডেটা লিমিট নেই। বাকি কি কি সুবিধা রয়েছে চলুন দেখে নেওয়া যাক।

৪৫৬ টাকা : নতুন এই রিচার্জ প্ল্যানে এয়ারটেল গ্রাহকরা পাবেন ৬০ দিনের ভ্যালিডিটি। সাথে রয়েছে যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস। এই রিচার্জ প্ল্যানের সাথে রয়েছে মোট ৫০ জিবি ডেটা। এই ডেটার কোন দৈনিক লিমিট নেই। অর্থাৎ গ্রাহকরা ইচ্ছে করলে যেকোনো সময় এই ডেটা ব্যবহার করতে পারবেন।

এছাড়াও এই রিচার্জ প্ল্যানের সাথে দেওয়া হচ্ছে বিনামূল্যে Hellotunes, Airtel Xstream Premium, Wynk Music, Shaw Academy সাবস্ক্রিপশন এক বছরের জন্য, Apollo 24/7 Circle-এর সাবস্ক্রিপশন। পাশাপাশি দেওয়া হচ্ছে ১০০ FASTag ক্যাশব্যাক। এছাড়াও রয়েছে বিনামূল্যে এক মাসের Amazon Prime Video-র ট্রায়াল।