Newtown Parking Zone: পার্কিং নিয়ে চিন্তার দিন শেষ! নিউটাউনে গড়ে উঠল রাজ্য সরকারের ৮ তলা পার্কিং লট

The days of worrying about parking zone in Newtown are coming to an end: নিউ টাউনকে বর্তমান কলকাতা শহরের কেন্দ্রবিন্দু বলা যেতেই পারে। বাণিজ্যিক সম্মেলন থেকে শুরু করে মেলা, আন্তর্জাতিক সেমিনার সবকিছুই অনুষ্ঠিত হয় বিশ্ববাংলা কনভেশন সেন্টার বা ইকো পার্কে। কিন্তু এই অনুষ্ঠান গুলিতে অংশগ্রহণকারী অতিথিদের গাড়ি পার্কিং নিয়ে সমস্যায় পড়তে হয় অনেক সময়। সেই সমস্যা মেটাতে উদ্যোগী রাজ্য সরকার। পার্কিং এর সমস্যা মেটানোর জন্য বিশ্ব বাংলা সরণীর ও যাত্রাগাছি ব্রিজের কাছেই ৮ তলা পার্কিং লট (Newtown Parking Zone) তৈরি করছে হিডকো।

হিডকোর এক কর্তা জানান, বিল্ডিংটি তৈরি করার কাজ প্রায় শেষ হয়ে এসেছে। এখন বাকি শুধু জলের লাইন ও ইলেকট্রিক এর কাজ। লোকসভা ভোট শেষ হলেই এই বিল্ডিংটি উদ্বোধন করার কথা চিন্তা করেছে রাজ্য সরকার। বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের নিকটবর্তী এই পার্কিং লট (Newtown Parking Zone) অতিথিদের জন্য বেশ উপকারী হবে বলে আশা করা হচ্ছে। প্রায় ২ বছর ধরে এই পার্কিং লটটি তৈরি করা হচ্ছে। পার্কিং লটটিতে শুধুমাত্র গাড়ি নয়, বাইক থেকে শুরু করে বাস সবকিছুই রাখা যাবে।

নিউ টাউন নারকেল বাগান কেনাল ব্যাঙ্ক রোডের ডিজি ব্লকে অবস্থিত বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার। এখানে রয়েছে ২ টো বড় অডিটোরিয়াম, ৪ টি ব্যংকয়েট হল এবং ১০০ টি রুম যুক্ত একটি হোটেল। ১০ তলা বিল্ডিংটিতে ৮২২টি গাড়ি পার্ক করার মতো ব্যবস্থা রয়েছে। এত বড় সেন্টারটি তে আসা অতিথিদের জন্য এই পার্কিংটি যথেষ্ট নয়। তাই সেই সমস্যা মেটাতেই নিকটবর্তী এলাকায় ৮ তলা পার্কিং লট (Newtown Parking Zone) বানিয়েছে হিডকো।

আরও পড়ুন 👉 একবার ঢুকলে শেষ করতে হিমশিম খেতে হবে! এমনই এক শপিংমল তৈরি হচ্ছে কলকাতায়

এছাড়াও প্রতিবছর ইকোপার্ক, নিকোপার্ক, ডিয়ার পার্ক, মাদার ওয়াক্স মিউজিয়াম ইত্যাদি জায়গায় প্রচুর মানুষ যাতায়াত করেন। ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর এই এলাকায় মানুষের ভিড় উপচে পড়ে। ১ লা জানুয়ারি ২০২৪ এ শুধুমাত্র ইকো পার্কে আসা মানুষের সংখ্যা ১ লক্ষ ২৮ হাজার দাঁড়িয়েছিল। ফলে বিশ্ব বাংলা সরণীতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। হিডকো কর্তৃপক্ষের দাবি ৮ তলা পার্কিং লটটি (Newtown Parking Zone) চালু করা হলে এই সমস্যারও অনেকটাই সমাধান করা সম্ভব হবে।

নিউটাউনে তৈরি হওয়া ৮ তলা পার্কিং লটটির (Newtown Parking Zone) প্রতি তলায় একসাথে ১৮৯টি করে গাড়ি রাখা যাবে। পুরো বিল্ডিং জুড়ে ৩৮ টি বাস রাখার সুবিধা সহ ১৫১২ টি চারচাকা গাড়ি রাখা যাবে। তবে বিল্ডিংটিতে যে শুধু গাড়ি পার্কিং করা যাবে তা কিন্তু নয়। রয়েছে ক্যাফেটেরিয়া, ওয়াশ রুম ও রেস্ট রুমের ব্যবস্থাও। ভবিষ্যতে বিল্ডিংটির লাগোয়া বহুতল আবাসন বানানোর পরিকল্পনাও করে রেখেছে হিডকো। ৭ তলা বিল্ডিংটিতে প্রত্যেক তলায় ৪ টি করে রুম নিয়ে মোট ২৮ টি রুম তৈরি করা হবে। এছাড়াও এই প্রকল্প গুলিকে সুষ্ঠুভাবে কার্যকর করার উদ্দেশ্যে বিশ্ব বাংলা সরণীর নিকটবর্তী বাগজোলা খালের উপর একটি ব্রিজও বানানো হয়েছে।