Airtel New Recharge Plan: রাতের ঘুম উড়ল জিওর! মাত্র ৩৯ টাকায় এয়ারটেল আনলো আনলিমিটেড প্ল্যান

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে কেবলমাত্র চারটি টেলিকম সংস্থা এই মুহূর্তে গ্রাহকদের পরিষেবা দিচ্ছে। এই চারটি টেলিকম সংস্থার মধ্যে আবার প্রতিযোগিতায় দুটি টেলিকম সংস্থা নেই। যে দুটি টেলিকম সংস্থার মধ্যে প্রতিনিয়ত প্রতিযোগিতা লেগে রয়েছে সেই দুটি টেলিকম সংস্থা হল জিও এবং এয়ারটেল। যদিও এই প্রতিযোগিতার দৌড়ে বেশ কিছুটা এগিয়ে রয়েছে মুকেশ আম্বানির জিও।

Advertisements

ভারতের টেলিকম বাজারে প্রতিযোগিতার দৌড়ে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জিও এগিয়ে থাকলেও এবার এয়ারটেল নতুন এক রিচার্জ প্ল্যান এনে রীতিমতো জোর টেক্কা দিতে শুরু করেছে দেশের বৃহত্তম টেলিকম সংস্থাকে। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, প্রযুক্তি থেকে শুরু করে অফারের দিক দিয়ে এয়ারটেল এখন যেভাবে একের পর এক সুবিধা দিচ্ছে তাতে জিওর রাতের ঘুম উড়ে যাবে।

Advertisements

এয়ারটেলের নতুন যে রিচার্জ প্ল্যানটির কথা বলা হচ্ছে সেই প্ল্যানটি হল ৩৯ টাকার। এই ৩৯ টাকা রিচার্জ প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা আনলিমিটেড ডেটা পাবেন। সংস্থার তরফ থেকে এই রিচার্জ প্ল্যানের জন্য ভ্যালিডিটি দেওয়া হচ্ছে একদিন। এই রিচার্জ প্ল্যান রিচার্জ করলে অবশ্য কল অথবা অন্য কোন সুবিধা পাওয়া যাবে না। আবার এই রিচার্জ প্ল্যানের সুবিধা পেতে হলে গ্রাহকদের নম্বরে আবশ্যিকভাবে একটি ভ্যালিডিটি প্ল্যান রাখতে হবে।

Advertisements

আরও পড়ুন ? Jio Postpaid Offer: ৩৭৫ টাকা ছাড়! জিও দিচ্ছে দুর্দান্ত অফার, জলের দরে চলবে সিমকার্ড

৩৯ টাকা ছাড়াও আরও দুটি রিচার্জ প্ল্যান এই মুহূর্তে সংস্থার তরফ থেকে গ্রাহকদের দেওয়া হচ্ছে। যেগুলি হল ৪৯ টাকার এবং ৭৯ টাকার। ৪৯ টাকার প্ল্যানটিতে গ্রাহকরা পাবেন একদিনের জন্য আনলিমিটেড ডেটা ব্যবহার করার সুযোগ, আর সঙ্গে দেওয়া হবে Wynk Music Premium সাবস্ক্রিপশন। অন্যদিকে ৭৯ টাকার প্ল্যানটিতে ৩৯ টাকার মতোই সুবিধা দেওয়া হয়, তবে তা দু’দিনের জন্য।

যে সকল গ্রাহকদের একদিন বা দু’দিনের জন্য প্রচুর পরিমাণে ডেটার প্রয়োজন সেই সকল গ্রাহকরা এই সব রিচার্জ প্ল্যানগুলি রিচার্জ করে নিজেদের প্রয়োজন মেটাতে পারবেন। তবে এক্ষেত্রে একটি জিনিস বলে রাখা দরকার, সেটি হল ওই তিনটি রিচার্জ প্ল্যানে রিচার্জ প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২০ জিবি পর্যন্ত হাই স্পিড ডেটা পাবেন। ২০ জিবি ডেটা শেষ হয়ে যাওয়ার পর ৬৪ কেবিপিএস স্পিডে ইন্টারনেট চালানো যাবে।

Advertisements