Jio Postpaid Offer: ৩৭৫ টাকা ছাড়! জিও দিচ্ছে দুর্দান্ত অফার, জলের দরে চলবে সিমকার্ড

নিজস্ব প্রতিবেদন : টেলিকম বাজারে ফের একবার দুর্দান্ত এক অফার নিয়ে হাজির দেশের বৃহত্তম টেলিকম সংস্থা জিও (Jio)। এই টেলিকম সংস্থাটি প্রতিনিয়ত নতুন নতুন অফার লঞ্চ করে গ্রাহকদের মন জয় করে থাকে। যে কারণেই এই টেলিকম সংস্থাটি খুব অল্প সময়ের মধ্যে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হয়ে দাঁড়িয়েছে। এবার জিও যে অফার নিয়ে হাজির তাতে গ্রাহকরা ৩৭৫ টাকা ছাড় পাবেন।

মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জিও গ্রাহকদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অফার দেওয়ার পাশাপাশি প্রযুক্তির দিক দিয়েও অনেক এগিয়ে গিয়েছে। এই টেলিকম সংস্থা এখন দেশের মানুষকে 4G পরিষেবার পর উপহার হিসাবে দিচ্ছে 5G পরিষেবা। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষদের মন জয় করে চলেছে এই টেলিকম সংস্থা। এবার এই টেলিকম সংস্থাটি ৩৭৫ টাকা ছাড় দিচ্ছে মূলত পোস্টপেইড (Jio Postpaid Offer) গ্রাহকদের। শুধু ছাড় দেওয়া নয়, পাশাপাশি জলের দরে প্ল্যানও দিচ্ছে তারা।

পোস্টপেইড মানেই বেশি খরচ এমন একটি ধারণা বহু গ্রাহকদের মধ্যে রয়েছে। তবে সেই ধারণাকে দূর করে জিও এবার লঞ্চ করল ২৯৯ টাকার একটি প্ল্যান। ২৯৯ টাকার এই প্ল্যানের ক্ষেত্রেই গ্রাহকরা ৩৭৫ টাকা ছাড় পাবেন। এই ছাড় অবশ্য দেওয়া হচ্ছে বেছে নেওয়া কিছু গ্রাহকদের জন্যই। কারা পাবেন সেই ছাড় তা দেখে নেওয়ার আগে চলুন দেখে নেওয়া যাক ২৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা কি কি পাবেন।

আরও পড়ুন 👉 Jio Family Plan: জিও নিয়ে এলো দুর্দান্ত ফ্যামিলি প্ল্যান, সস্তায় একসঙ্গে চালানো যাবে ৪টি সিম কার্ড

২৯৯ টাকার পোস্টপেইড প্ল্যানে গ্রাহকদের দেওয়া হচ্ছে আনলিমিটেড কল, ৩০ জিবি ডেটা, প্রতিদিন ১০০ টি করে এসএমএস। এছাড়াও রয়েছে বিভিন্ন অ্যাপের সাবস্ক্রিপশন। পোস্টপেইডের ক্ষেত্রে প্রত্যেক মাসে রিচার্জ করার ঝামেলা থাকে না। তবে মাসের একটি নির্দিষ্ট দিনে গ্রাহকদের বিল পেমেন্ট করতে হয়। এর ফলে গ্রাহকদের হুট করে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় না।

পোস্টপেইড প্ল্যান নেওয়ার ক্ষেত্রে গ্রাহকদের কানেকশন নেওয়ার সময় সিকিউরিটি মানি হিসাবে কিছু টাকা জমা করতে হয়। ২৯৯ টাকার প্ল্যান যে সকল গ্রাহকরা নেবেন তাদের ৩৭৫ টাকা সিকিউরিটি ডিপোজিট প্রয়োজন হয়। তবে যে সকল গ্রাহকরা অন্য কোন নেটওয়ার্ক থেকে আসবেন তারা এই টাকা ছাড় পাবেন। একইভাবে ক্রেডিট কার্ড গ্রাহকরা এবং ভালো ক্রেডিট স্কোর রয়েছে, এইরকম গ্রাহকরাও ৩৭৫ টাকা ছাড় পাবেন।