নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থা রয়েছে সেই সকল টেলিকম সংস্থার মধ্যে একচ্ছত্ররাজ তৈরি করেছে Jio। তবে দেশের বৃহত্তম এই টেলিকম সংস্থাকে প্রতি পদে পদে টেক্কা দেওয়ার চেষ্টা চালাচ্ছে দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Airtel। পরিষেবা থেকে শুরু করে কম খরচে প্ল্যান, বিভিন্ন দিক দিয়ে প্রতিনিয়ত এয়ারটেল চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে জিওকে।
ঠিক সেই রকমই এবার দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল এমন কিছু প্ল্যান নিয়ে এলো যেগুলির খরচ ৫০০ টাকার কম, অথচ গ্রাহকদের দেওয়া হচ্ছে আকর্ষণীয় সব অফার। আকর্ষণীয় সব প্ল্যানের মধ্যে রয়েছে বিনামূল্যে একাধিক OTT প্লাটফর্মের সাবস্ক্রিপশন। অনেকের কাছেই এই সকল প্ল্যান অবিশ্বাস্য মনে হলেও তা কিন্তু বাস্তবেই দেওয়া হচ্ছে।
দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য এই ধরনের বিভিন্ন সুবিধা দিচ্ছে পোস্টপেড পরিষেবায়। এই সকল প্ল্যানের সঙ্গে রয়েছে আনলিমিটেড কলিং, প্রচুর ডেটা এবং প্রতিদিন এসএমএস-এর সুবিধা। এছাড়াও আরও বেশ কিছু অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে এই সকল প্ল্যানে।
Bharti Airtel-এর এরকম দুটি প্ল্যান হলো ৩৯৯ টাকা এবং ৪৯৯ টাকা। যদিও ৩৯৯ টাকার প্ল্যানটি হলো একেবারেই এন্ট্রি লেভেলের প্ল্যান। যে কারণে ওই প্ল্যানটিতে কোনরকম ওটিটি সাবস্ক্রিপশন সুবিধা দেওয়া হচ্ছে না। ওটিটি সাবস্ক্রিপশন সুবিধা নিতে হলে গ্রাহকদের বেছে নিতে হবে ৪৯৯ টাকার প্ল্যানটি।
এতে রয়েছে মোট ৭৫ জিবি ডেটা। যদি এক মাসে সেই ডেটা ব্যবহার না হয় তাহলে তার পরের মাসের জন্য ক্যারি ফরওয়ার্ড হবে। অর্থাৎ এই প্ল্যানে রয়েছে ডেটা রোলওভার সুবিধা। এর সঙ্গে আনলিমিটেড কলের সুবিধা থাকার পাশাপাশি রয়েছে প্রতিদিন ১০০ টি করে এসএমএস করার সুবিধা। এর পাশাপাশি ছয় মাসের জন্য দেওয়া হচ্ছে Amazon Prime এবং এক বছরের জন্য দেওয়া হচ্ছে Disney + Hotstar মোবাইল সাবস্ক্রিপশন। এর পাশাপাশি রয়েছে উইঙ্ক মিউজিক প্রিমিয়ামের অ্যাক্সেস।