নিজস্ব প্রতিবেদন : গত কয়েকদিন যেভাবে শুষ্ক হয়ে উঠেছিল রাজ্য তাতে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ চড়তে দেখা যাচ্ছিল। তবে গত রবিবার থেকে পরিস্থিতির বদল এসেছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির ফলে তাপমাত্রার পারদ এখন নিচে নেমেছে। এরই মধ্যে হাওয়া অফিসের তরফ থেকে আবহাওয়ার আপডেটে জানানো হলো, শুক্রবার পর্যন্ত কেমন থাকবে উত্তরবঙ্গের পরিস্থিতি (North Bengal Weather Update)।
গরম আর গরমের ছুটিতে অনেকেই রয়েছেন যারা উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন অথবা ঘুরতে গিয়েছেন। তাদের কাছে উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে আপডেট থাকা জরুরী। গত মঙ্গলবার উত্তরবঙ্গের আবহাওয়া সংক্রান্ত যে আপডেট দেওয়া হয়েছে চলুন দেখে নেওয়া যাক সেই আপডেট।
বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকায় সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হওয়ার কারণে বিপুল পরিমাণে জলীয়বাষ্প রাজ্যের পরিমণ্ডলে ঢুকছে। আর এর ফলে একদিকে যেমন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ঠিক সেই রকমই উত্তরবঙ্গের ক্ষেত্রেও ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ৮ মে বুধবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। ৯ মে বৃহস্পতিবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতি বেগে ঝড় বইতে পারে। এসবের পরিপ্রেক্ষিতে দুদিন উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।
১০ মে শুক্রবার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলার কোন কোন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। ঐদিন জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টিপাত হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার। উত্তরবঙ্গের বাকি জেলাগুলির কোন কোন জায়গায় ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার সমস্ত জেলার জন্যই হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।