Battery car in Alipore Zoo: আর হেঁটে হেঁটে নয়, এবার ঘোরা যাবে আরামসে, নয়া বন্দোবস্ত আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের যে সকল চিড়িয়াখানা রয়েছে তার মধ্যে অন্যতম চিড়িয়াখানা হল আলিপুর চিড়িয়াখানা (Alipore Zoo)। এই চিড়িয়াখানা জনপ্রিয় হওয়ার কারণে প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার দর্শকদের আগমন হয়। বিপুলসংখ্যক দর্শকদের সামাল দিতে কর্তৃপক্ষের তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নিয়ম জারি করা হয়ে থাকে। তবে এবার এমন এক ব্যবস্থা আনা হলো যাতে করে দর্শনার্থীরা আরাম করে গোটা চিড়িয়াখানা ঘুরে দেখতে পারবেন।

Advertisements

আলিপুর চিড়িয়াখানায় শিম্পাঞ্জিদের সঙ্গে দেখা করার পর জেব্রা দেখা, আর তারপর অ্যানাকোন্ডা, তারপর রয়েছে আরও কত কিছু। ছোট ছোট শিশুদের জন্য এই চিড়িয়াখানা একেবারে আলাদা জগত হওয়ার পাশাপাশি অনেক সময় তারাও এদিক-ওদিক ঘুরে দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়ে। একইভাবে অভিভাবক এবং বয়স্কদেরও ক্লান্ত হতে দেখা যায়। আবার অনেক সময় সময়ের অভাবে গোটা চিড়িয়াখানা ঘুরে দেখা সম্ভব হয় না।

Advertisements

এই ধরনের নানান অসুবিধা কথা মাথায় রেখে এবার চিড়িয়াখানা কর্তৃপক্ষ চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের সুবিধা দিতে ব্যাটারি চালিত গাড়ির (Battery car in Alipore Zoo) বন্দোবস্ত করলো। শুক্রবার অর্থাৎ ১ মার্চ থেকে আলিপুর চিড়িয়াখানায় নতুন এই পরিষেবা চালু হয়ে গেল। নতুন এই পরিষেবার পরিপ্রেক্ষিতে চিড়িয়াখানায় আসা পর্যটকরা আরাম করে চিড়িয়াখানার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াতে পারবেন ওই সকল ব্যাটারি চালিত চড়ে।

Advertisements

আরও পড়ুন ? Alipore Zoo: বদলে গেল আলিপুর চিড়িয়াখানা খোলার নিয়ম, এবার সপ্তাহের এই দিন পুরোপুরি বন্ধ থাকবে গেট

Advertisements