Alipore Zoo: বদলে গেল আলিপুর চিড়িয়াখানা খোলার নিয়ম, এবার সপ্তাহের এই দিন পুরোপুরি বন্ধ থাকবে গেট

Prosun Kanti Das

Published on:

The gate of Alipore Zoo will be completely closed on this day of the week: শুধু কলকাতাবাসীর কাছেই নয়, আলিপুর চিড়িয়াখানা সারা পশ্চিমবঙ্গ এমনকি দেশের বিভিন্ন প্রান্তের মানুষদের কাছেও অত্যন্ত পছন্দের জায়গা। দেশের বিভিন্ন প্রান্তের মানুষরা এ দেশের বিশেষত আমাদের রাজ্যের দর্শনীয় স্থান গুলি পরিদর্শন করতে চাইলে তাদের তালিকাতে অবশ্যই থাকে কলকাতার বুকে অবস্থিত আলিপুর চিড়িয়াখানার (Alipore Zoo) নাম। সারা বছরই পরিবার, আত্মীয় পরিজন ও কাছের বন্ধুদের নিয়ে মানুষ ভিড় জমান চিড়িয়াখানাতে। বিশেষ করে শীতকালে চিড়িয়াখানাতে সাধারণ মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো। প্রতি শীতেই পর্যটকদের ভিড়ে পূর্ণ হয়ে ওঠে চিড়িয়াখানা।

কলকাতায় দর্শনীয় স্থানের সংখ্যা প্রচুর। ছুটির দিন গুলিতে কলকাতার প্রতিটি দর্শনীয় স্থানেই প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়। এদিক থেকে পিছিয়ে নেই আলিপুর চিড়িয়াখানাও (Alipore Zoo)। দেশ বিদেশের বিভিন্ন রকম পশু পাখিকে কাছ থেকে দেখতে শিশুরা যেমন অত্যন্ত আনন্দ উপভোগ করে, ঠিক তেমনি বড় দের মধ্যেও আলাদা উন্মাদনা দেখা যায়। কলকাতার বুকে গাছ গাছালি ঘেরা পরিবেশে বন্য পশু পাখির কার্যকলাপ দেখতে এই কারণেই মুখিয়ে থাকেন সবাই।

এক স্থানে একসাথে অনেক রকম পশু পাখি দেখার পাশাপাশি প্রকৃতিকে উপভোগ করার অনবদ্য সুন্দর জায়গা হলো এই আলিপুর চিড়িয়াখানা। কি নেই এখানে। রয়েল বেঙ্গল টাইগার, সিংহ, হাতি, গন্ডার, জিরাফ, ময়ূর সহ নানা রকম পাখি সবই দেখতে পাওয়া যায় আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoo)। একঘেয়ে কাজের মাঝে একদিন ছুটি পেলে অনেকেই পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ছুটি কাটাতে চলে যান এই চিড়িয়াখানায়।

আরও পড়ুন ? Foodcourt on Alipore Zoo: আলিপুর চিড়িয়াখানা যাবেন ভাবছেন! আপনার জন্য দারুণ খবর বন দপ্তর

তবে ১লা ফেব্রুয়ারি থেকে আলিপুর চিড়িয়াখানার নিয়মে বেশ কিছুটা বদল করা হলো। এবার থেকে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার করে বন্ধ থাকবে চিড়িয়াখানা। আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফ থেকে এই বিশেষ ঘোষণা করা হয়েছে। তবে এ কথাও বলা হয়েছে যে ওই দিন সরকারি ছুটি থাকলে এই নিয়ম কার্যকরী হবে না। আলিপুর চিড়িয়াখানার (Alipore Zoo) তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এই খবরটি জানানো হয়েছে। তবে ঠিক কি কারনে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। সুতরাং এবার থেকে নিজের পরিবার পরিজনকে নিয়ে চিড়িয়াখানায় ভ্রমণের উদ্দেশ্যে গেলে অবশ্যই বৃহস্পতিবার দিনটিকে এড়িয়ে চলবেন।