ঘন্টায় ৮০ কিমি বেগে বইবে ঝড়ো হাওয়া, ঘূর্ণিঝড় মোকা নিয়ে যা জানাল হাওয়া অফিস

Shyamali Das

Published on:

Cyclone Mocha Latest Update : দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং সেই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় মোকা (Cyclone Mocha) তৈরি হওয়ার যে আশঙ্কা দেখা দিয়েছে তা নিয়ে তৎপরতা চলছে সব মহলে। রবিবার এই ঘূর্ণিঝড় নিয়ে সাংবাদিক বৈঠক করেন আলিপুর হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। সেখানেই এই ঘূর্ণিঝড় সম্পর্কে লেটেস্ট আপডেট দেওয়া হয়।

ঘূর্ণিঝড় মোকা নিয়ে আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছে। এই নিয়ে প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গে এর প্রভাব কতটা পড়বে? পরিস্থিতির কথা মাথায় রেখে হাওয়া অফিসের তরফ থেকে দফায় দফায় পর্যালোচনা করা হচ্ছে। সেই পর্যালোচনার আপডেট হাওয়া অফিস রাজ্যের বাসিন্দাদের জন্য দফায় দফায় পেশ করছে।

ঘূর্ণিঝড় মোকার আপডেট দিতে গিয়ে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় রবিবার জানান, শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত বর্তমানে অবস্থান করছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে। এর প্রভাবে ৮ তারিখ নিম্নচাপ এবং ৯ তারিখ গভীর নিম্নচাপ তৈরি হতে পারে। এরপর তা উত্তর আন্দামান সাগর এবং মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

তবে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার বিষয়ে একপ্রকার নিশ্চয়তা পাওয়া গেলেও সেই ঘূর্ণিঝড়ের গতিপথ কি হবে অর্থাৎ কোন দিকে সেই ঘূর্ণিঝড় ধেয়ে যাবে তা সম্পর্কে এখনো হাওয়া অফিসের তরফ থেকে নিশ্চিত ভাবে কিছু জানানো হয়নি। যে কারণে গতিপথ নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে। হাওয়া অফিসের অধিকর্তাদের কথা অনুযায়ী, ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত না হওয়া পর্যন্ত গতিপথ বলা সম্ভব নয়।

তবে এর প্রভাবে সোমবার থেকেই আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ঘন্টায় ৮০ কিলোমিটার গতি বেগে ঝড় বইবে এবং বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির দেখা মিলবে বলে হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামী ১১ মে পর্যন্ত কোনো রকম প্রভাব পড়ার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।