রাজ্যজুড়ে কার্নিভাল, মানতে হবে ২৫ দফা গাইডলাইন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : এযাবৎ দুর্গাপুজোর পর কার্নিভাল আয়োজিত হত কেবলমাত্র কলকাতার রেড রোডে। তবে সেই প্রথা ভেঙ্গে এবার শুক্রবার জেলায় জেলায় আয়োজিত হতে চলেছে এই কার্নিভাল এবং কলকাতার রেড রোডে আগামীকাল অর্থাৎ শনিবার হবে মূল কার্নিভাল। দুর্গা পুজোর পর এই কার্নিভালকে ঘিরে আমজনতার মধ্যে উৎসাহের খামতি নেই। এই কার্নিভাল যেন ঠিক পুজো শেষ হয়েও হয় না।

Advertisements

রেড রোডে আগামীকাল যে কার্নিভালের আয়োজন করা হবে তাতে উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যপাল লা গণেশনকে। তিনি সুস্থ থাকলে তিনিও উপস্থিত থাকবেন। অন্যদিকে জলপাইগুড়িতে হড়পা বানে যে দুর্ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে সেখানে কার্নিভাল বাতিল করেছে জেলা প্রশাসন।

Advertisements

পাশাপাশি নবান্ন সূত্রে জানা যাচ্ছে এই কার্নিভাল আয়োজন করার ক্ষেত্রে ২৫ দফা গাইডলাইন মেনে চলতে হবে।

Advertisements

১) পুজো কমিটিগুলির সঙ্গে কথা বলে কার্নিভালের স্থান বেছে নিতে হবে।

২) ইচ্ছুক কমিটিগুলিকে চিহ্নিত করার ক্ষেত্রে বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদানের জন্য যে বিচারক মন্ডলী গঠন করা হয়েছিল তাদের মতামত নেওয়া যেতে পারে।

৩) কার্নিভালে প্রতিমা প্রদর্শন করার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে।

৪) প্রতিটি পুজো কমিটিকে মূল মঞ্চের সামনে দু’মিনিট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে।

৫) মূল মঞ্চের ব্র্যান্ডিং এবং নকশা নবান্নের নির্দেশিত অনুযায়ী হতে হবে।

৬) রাস্তার পাশে যাতে দর্শনার্থীরা ঠিকঠাকভাবে দাঁড়াতে অথবা বসতে পারেন তার ব্যবস্থা করতে হবে।

৭) কার্নিভাল যাতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষরা ভালোভাবে দেখতে পান তার জন্য পর্যাপ্ত এলইডি’র ব্যবস্থা রাখতে হবে। এছাড়াও কার্নিভালে অংশগ্রহণ করা প্রতিমাগুলির কোথায় বিসর্জন হবে তা স্থির করতে হবে।

এইরকম ২৫ টি গাইডলাইন নবান্নের তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই জেলাগুলিতে কার্নিভাল যাচ্ছে সুষ্ঠুভাবে হয় তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনিকভাবে বলেই জানা যাচ্ছে।

Advertisements